রাঙামাটিতে ইউপিডিএফের ডাকা অবরোধ চলছে
Published : Wednesday, 15 May, 2024 at 9:41 AM Count : 161
পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙামাটিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ডাকা অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ চলছে।
বুধবার ভোর ৫টা থেকে শুরু হওয়া অবরোধ চলবে বেলা ১২টা পর্যন্ত।
অবরোধের কারণে রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। তবে রাঙামাটি শহরের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
রাঙামাটির সাপছড়ি, কুতুকছড়ি, ঘিলাছড়ি, নানিয়ারচরের বিভিন্ন সড়কে টায়ার, গাছের গুড়ি পুড়িয়ে পিকেটিং করেছে অবরোধ সমর্থনকারীরা।
ইউপিডিএফের অভিযোগ, সরকার আদালতের মাধ্যমে পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন ১৯০০ বাতিলের ষড়যন্ত্র করছে। এই রেগুলেশন পাহাড়ি জনগোষ্ঠীর রক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। এই শাসন বিধি বাতিল হলে পাহাড়ি জনগোষ্ঠির আর কোনো অধিকার থাকবে না এবং পাহাড়ি জনগোষ্ঠি ধংস হয়ে যাবে বলে আশংকা তাদের।
-এসআই/এমএ