সিএ ছাত্র পরিষদের সাব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
Published : Tuesday, 7 May, 2024 at 12:17 PM Count : 549
বাংলাদেশ সিএ ছাত্র পরিষদের লাইব্রেরি এবং একাডেমিক ক্যাম্পাস সাব-কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ভার্চ্যুয়ালী অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান হাসিব ই রাব্বি।
সঞ্চালনায় ছিলেন মেম্বার সেক্রেটারি মো মাজহারুল ইসলাম এবং কো-চেয়ারম্যান এস এম শাহরিয়ার লিপু।
সভায় আলোচক হিসেবে মেম্বারদের মধ্যে যুক্ত ছিলেন মো. আবু আসাদ, মো. সবুজ ইসলাম, অন্তু দাস, শান্ত চাকি, শেখ আবু আফফান, মো. মোহাইমিনুল ইসলাম, হাসিব-আল-হাসান, মো. তারিফ মোস্তফা, মো. তারিকুল ইসলাম, মো. সাদেকুল ইসলাম, ইজাজ আহমেদ, মো. শফিকুল ইসলাম।
সভায় অতিথি হিসেবে যুক্ত ছিলেন সত্যজিৎ দেব রাহুল।
চেয়ারম্যান হাসিব ই রাব্বি সকলকে শুভেচ্ছা জানিয়ে সভা শুরু করেন। পরবর্তীতে উপস্থিত সকলের সাথে পরিচিত হয়ে সভায় পূর্ব নির্ধারিত বিষয়সমূহের উপর আলোচনা হয়।
পরবর্তীতে সকলের মাঝে লাইব্রেরি এবং একাডেমিক ক্যাম্পাস কমিটির ব্যানার উন্মোচন করা হয়।
সভায় লাইব্রেরি এবং একাডেমিক ক্যাম্পাসের জন্য ভবিষ্যৎ করণীয় কর্মপরিকল্পনা এবং লাইব্রেরির সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়।
-এসপি/এমএ