For English Version
রবিবার ৫ মে ২০২৪
হোম

মাদকাসক্ত ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে বাবা ও স্ত্রী আহত

Published : Thursday, 25 April, 2024 at 8:53 PM Count : 420


সাভারে স্ত্রীকে বেঁধে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে মারধর ও নির্যাতনে বাঁধা দেওয়ায় নিজের বাবাকে ছুরিকাঘাতে আহত করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলে সাবেক ছাত্রলীগ নেতা হাফিজুর রহমানের বিরুদ্ধে। 

এ ঘটনায় আহত অবস্থায় বাবা আব্দুর রহমান ও ছেলের স্ত্রী ঝর্না আক্তারকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর রাতে সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লালটেক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম সানোয়ার হোসেন হাফেজ (২৬)। সে ভুক্তভোগী সাভার সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ব্যাপারীর একমাত্র ছেলে। এছাড়া হামলাকারী সানোয়ার হোসেন হাফেস সাভার সদর ইউনিয়ন ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সাংগঠনিক সম্পাদক।
আহত আব্দুর রহমানের স্বজন ও স্থানীয়রা জানান, সানোয়ার হোসেন হাফেজ বন্ধুদের সঙ্গে প্রায় প্রতি রাতে মাদক সেবন করে বাসায় এসে স্ত্রী স্বর্ণা আক্তারকে মারধর করে। প্রতিদিনের মতো বুধবার গভীর রাতে বাসায় ফিরে স্ত্রীকে অকথ্য ভাষায় গালমন্দ করে সানোয়ার হোসেন। এর প্রতিবাদ করলে স্ত্রীকে বেঁধে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে বেধরক মারধর করেন।  একপর্যায়ে বাবা আব্দুর রহমান মারধর ঠেকাতে এগিয়ে আসলে স্ত্রী স্বর্ণা আক্তার ও বাবাকে  ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা চালায় সানোয়ার হোসেন হাফেজ। এতে তার স্ত্রী ও বাবা গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

সাভার এনাম মেডিকেলের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী বলেন, ভোর রাতে আমাদের হাসপাতালে আব্দুর রহমান নামের এক রোগীকে ছুরিকাহত অবস্থায় আনা হয়। চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচার করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছে। 

এদিকে সন্তানের ছুরিকাঘাতে বাবা ও স্ত্রী আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন আব্দুর রহমানের স্বজন, শশুর বাড়ির লোকজন ও এলাকাবাসী। অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।  

স্থানীয়দের অভিযোগ, সাবেক ছাত্রলীগ নেতা সানোয়ার হোসেন হাফেজ শুধু মাদক সেবনই করেনা, বরং এলাকার উঠতি বয়সী যুবকদের দিয়ে সাভার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাদক ব্যবসা নিয়ন্ত্রণ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।

জানতে চাইলে অভিযুক্ত সানোয়ার হোসেন হাফেজ বলেন, রাগের মাথায় স্ত্রী ও বাবা ছুরিকাঘাতে আহত হয়েছে। এটা  আমার একান্ত পারিবারিক বিষয় বলেই ফোনটি কেটে দেন। 

সাভার মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাটি আমরা শুনেছি এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে আমরা এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে হালাকারীকে আইনের আওতায় আনা হবে। 

ওএফ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft