ভোট হচ্ছেনা মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে
Published : Tuesday, 23 April, 2024 at 1:25 PM Count : 236
প্রথম ধাপে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ হচ্ছে না। চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো আগামী ০৮ মে। সোমবার শেষ দিনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। ফলে সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তারা তিন জনই বর্তমান চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ছিলেন।
তারা হলেন- চেয়ারম্যান প্রার্থী আনিছ উজ্জামান, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ হাসিনা গাজী।
জেলা নির্বাচন অফিসের সূত্র মতে, মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে একজন এবং পুরষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু'জন করে চার জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এর মধ্যে ঋণখেলাপীর দায়ে একমাত্র চেয়ারম্যান প্রার্থী আনিছ উজ্জামানের মনোনয়ন বাতিল হয়ে গিয়েছিলো গত ১৭ এপ্রিল। পরে ২১ এপ্রিল আপিল শুনানিতে তিনি মনোনয়ন বৈধতা ফিরে পান। কিন্তু এই পদে আর কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছেন।
এদিকে, পুরষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান সোহেল ও ইকবাল হাসান জনি এবং
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ হাসিনা গাজী ও অ্যাডভোকেট সালমা বেগম মনোনয়নপত্র জমা দেন। ২২ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে গতবারের পরাজিত পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান জনি ও অ্যাডভোকেট সালমা বেগম মনোনয়ন প্রত্যাহার করে নেন।
তাদের মনোনয়ন প্রত্যাহারের মধ্য দিয়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আর কোনো প্রার্থী না থাকায় আগামী ০৮ মে এই উপজেলায় নির্বাচন হচ্ছে না।
-এমএইচ/এমএ