মুহুরি নদীতে নিখোঁজ সেই নৌ সৈনিকের মরদেহ উদ্ধার
Published : Sunday, 21 April, 2024 at 12:47 PM Count : 107
ফেনীর পরশুরামে মুহুরি নদীতে নিখোঁজ নৌবাহিনীর সেই সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দলের সদস্যরা নদীর গভীর থেকে মরদেহটি উদ্ধার করেন।
নিহত মো. আবুল হাসান (২২) উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের আবুল খায়েরের ছেলে। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।
পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান জানান, নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে শনিবার দুপুরে উপজেলার চিথলিয়া ইউনিয়নের শালধর এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন আবুল হাসান।
-এটি/এমএ