প্রবাসীর স্ত্রীকে তুলে নিয়ে কুপিয়ে যখমের ঘটনায় খোকনসহ গ্রেফতার ৩
Published : Thursday, 18 April, 2024 at 5:16 PM Count : 80
ফেনীর ফুলগাজীতে প্রবাসীর স্ত্রীকে অপহরণ করে তুলে নিয়ে কুপিয়ে যখমের ঘটনায় প্রধান আসামী খোকন মজুমদারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা ডিবি।
আসামীরা হলেন- আমিনু রহমান মজুমদার প্রকাশ খোকন, নুরুন নবী ও বেলাল মুন্সি।
ঘটনার পর থেকে আসামীরা বেশ কিছুদিন ঢাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করে ডিবি পুলিশ। বৃহস্পতিবার সকালে তাদের ফুলগাজী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। ফুলগাজী থানা পুলিশ আসামীদের ফেনীর সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমানের আদালতে তোলা হলে আসামী খোকনকে ১০দিনের জামিন মঞ্জুর করেন। বাকী দুই আসামীকে জেল হাজতে প্রেরন করেন।
উল্লেখ্য, গতকাল ৭ মার্চ শবে-কদর রাতে ফুলগাজীর জিএমহাট ইউনিয়নের নুরপুর গ্রামে সৌদি প্রবাসীর বাড়ীর উঠোনে খড়ের গাদায় আগুন দিয়ে টোপ ফেলে সৌদি প্রবাসী ফারুকের স্ত্রী ফাতেমা (৪২)কে তুলে নিয়ে যায় খোকন মজুমদারের লোকজন।
স্বজনরা ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ ও স্থানীয়রা তাকে পাশের বাড়ীর ক্ষেত থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থার অবনতি হলে মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেয়া হয়। সে দিন সকালে ফুলগাজী থানায় ৪ জনের নাম ও অজ্ঞাত ৫ জনকে আসামী করে থানায় মামলা করেন ভুক্তভোগির মেয়ে ফারহানা আক্তার।
এমএটিবি/এসআর