দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
Published : Wednesday, 17 April, 2024 at 1:40 PM Count : 1020
রাজবাড়ীতে দাঁড়িয়ে থাকা পাট বোঝাই ট্রাককে আরেকটি ট্রাক ধাক্কা দিলে পাট বোঝাই ট্রাকচালকের সহকারীর মৃত্যু হয়। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ী শহরের আহম্মদ আলী মৃধা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দিলীপ সিকদার (৪০) যশোরের বাঘারপাড়া উপজেলার আন্দুল বাড়িয়া গ্রামের রনজিৎ শিকদারের ছেলে।
জানা যায়, রাতে পাট ভর্তি ট্রাকটি রাস্তার দাঁড় করানো ছিল। অপরদিকে কুষ্টিয়া থেকে গ্যাস বোঝাই আরেকটি ট্রাক এসে দাঁড়ানো গাড়িতে সজোরে ধাক্কা দেয়। এতে দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী আহত হলে তাকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।
পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে আহত ট্রাক চালকের সহকারীকে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।
তিনি বলেন, ঘটনার পর পরই দুটি ট্রাকেরই চালক পলাতক রয়েছে। তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
-এসআই/এমএ