গাইবান্ধায় আগুনে পুড়ল অর্ধকোটি টাকার মালামাল
Published : Tuesday, 2 April, 2024 at 8:40 PM Count : 100
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অগ্নিকাণ্ডে দুই পরিবারের ৮টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগিদের দাবি।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে গোবিন্দগঞ্জ পৌর এলাকার কলিকাডোবা গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন- গোবিন্দগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও কালিকাডোবা গ্রামের মৃত মানিক মোল্লার ছেলে রফিকুল ইসলাম ও শ্রমিক নেতা মৃত ফারাজ মোল্লার ছেলে আব্দুল মোমিন মোল্লা। তাদের দাবি অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণলংকার ঘরসহ ঘরের বিভিন্ন আসবাবপত্রসহ প্রায় ৫০ লাখ টাকার বেশি মালামাল পুড়ে গেছে।
গোবিন্দগঞ্জ ফায়ার সার্র্ভিসের ইনর্চার্জ আতিকুল ইসলাম জানান, ওই সময় অগ্নিকাণ্ডের খরব পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। আগুনের সুত্রপাত খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, আজ বিকেলের দিকে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন- সাপমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক শাকিল আকন্দ বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোচাশার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, যুবলীগ নেতা তারিকুল বাসার দুলাল প্রমুখ।
টিএইচজে/এসআর