For English Version
শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪
হোম

অভিযানের সময় মৎস্য কর্মকর্তাদের সাথে জেলেদের সংঘর্ষ: আহত ৮

Published : Tuesday, 2 April, 2024 at 4:10 PM Count : 165


ভোলার মনপুরার মেঘনা নদীতে নিষিদ্ধ চাই জাল দিয়ে মাছ ধরা নিয়ে জেলেদের সাথে অভিযানে দায়িত্বে থাকা মৎস্য অফিসের কর্মকর্তাদের সাথে দুই দফা পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনা ঘটে। 

এতে উপজেলা মৎস্য অফিসের তিনজন ও পাঁচ জেলেসহ আটজন আহত হয়েছে। এদের মধ্যে মেরিন অফিসার ও এক জেলের স্ত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার ১ নং মনপুরার ইউনিয়নের তুলাতুলী মৎস্য ঘাট সংলগ্ন মেঘনা ও ঘাট সংলগ্ন এলাকায় পরপর দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় আহত জেলেরা হলেন, কারিম মাঝি, জসিম মাঝি, বাবুল মাঝি, ইউনুছ মাঝি ও জেলের স্ত্রী মনোয়ারা খাতুন। এদের সবার বাড়ি উপজেলার মনপুরা ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

অপরদিকে উপজেলা মৎস্য অফিসের আহতরা হলেন, মেরিন অফিসার মাহমুদুল হাসান, ক্ষেত্র সহকারি মনিরুল ইসলাম ও রাকিব।

আহত জেলেদের সাথে আলাপ করে জানা যায়, উপজেলা মৎস্য অফিসকে প্রতি চাই জালের নৌকা মাছ শিকার করতে ৪ হাজার টাকা দেন। মঙ্গলবার সকালে উপজেলা মৎস্য অফিসের লোকজন মেঘনায় অভিযানের নামে প্রতি জেলের কাছে আরও বেশি টাকা দাবী করলে জেলেরা দিতে অস্বীকৃতি জানান। 

তখন মৎস্য অফিসের লোকজন নদীতে জেলেদের মারধর শুরু করেন। পরে জেলেরা সংঘবদ্ধ হয়ে অভিযানে দায়িত্বে উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তাদেরে নদীতে ধাওয়া দেয়। পরে তুলাতলী মৎস্য ঘাটে ফের জেলেদের সাথে মৎস্য অফিসের হাতাতি শুরু হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।

অপরদিকে মনপুরা উপজেলা মৎস্য অফিসের অতিরিক্ত দায়িত্বে থাকা চরফ্যাসন উপজেলার মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, জেলেদের অভিযোগ সত্য নয়। মেঘনায় নিষিদ্ধ চাই জাল দিয়ে প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীদের মদদে জেলেরা পাঙ্গাস মাছের পোনা সহ ছোট ছোট মাছের পোনা নিধন করছে। নিষিদ্ধ জালে বিরুদ্ধে মেঘনায় অভিযানে গেলে অভিযানে দায়িত্বরত অফিসারদের ওপর জেলেরা হামলা করে। এতে তিন জন কর্মকর্তা-কর্মচারী আহত হন বলে জানান তিনি।

তিনি আরও জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে অবহিত করার পর জেলেদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন।

এই ব্যাপারে সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে মনপুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল ইসলাম জানান, জেলেদের সাথে মেঘনায় অভিযানে পরিচালনাকারী উপজেলা মৎস্য অফিসরে সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ থানায় মামলা এখন পর্যন্ত মামলা করেনি।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহিরুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনা শুনেছি। ব্যবস্থা নেওয়া হচ্ছে।



এপি/এমবি






« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,