আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার
Published : Tuesday, 26 March, 2024 at 9:00 PM Count : 98
রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অভিযানে চুরি যাওয়া ১২টি ইজিবাইক এবং চুরির কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এমবি