টপসয়েল কাটার দায়ে জরিমানা
Published : Saturday, 9 March, 2024 at 1:49 PM Count : 201
চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধ ভাবে কৃষি জমির টপসয়েল কাটার অপরাধে মো. রাসেল নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দিবাগত রাতে উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম মশিউজ্জামান।
ইউএনও মশিউজ্জামান বলেন, উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নে রাস্তা সংলগ্ন এলাকায় কৃষি জমির টপসয়েল কর্তনের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে টপসয়েল কাটার কাজে জড়িত মো. রাসেলকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ৫০ হাজার টাকা জরিমানা করে ডিসিআর মূলে আদায় করে ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে।
তিনি বলেন, কৃষি জমি কিংবা আবাদযোগ্য জমির টপসয়েল কর্তনের বিরুদ্ধে প্রতিনিয়ত সতর্ক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কঠোর নির্দেশনা রয়েছে। টপসয়েল কর্তন রোধে সামনের দিনগুলোতে আরও কঠোর অভিযান পরিচালনা করা হবে।
অভিযানে হাটহাজারী মডেল থানা পুলিশের একটি দল সহযোগিতা করেন।
-ইউএন/এমএ