For English Version
রবিবার ২৮ এপ্রিল ২০২৪
হোম

বাউফলে উপ-নির্বাচনকে কেন্দ্র করে হামলা, আতংকিত ভোটাররা

Published : Thursday, 7 March, 2024 at 8:02 PM Count : 396

আর একদিন পরেই (৯ মার্চ শনিবার) পটুয়াখালীবাউফল উপজেলার কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা-পাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটছে। 

বুধবার (৬ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী আবদুল মালেক মিয়ার বাড়ির সামনে দুইটি দোকান ভাংচুর ও ৬টি খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার জন্য চেয়ারম্যান প্রার্থী মোঃ মালেক মিয়া প্রতিপক্ষ অটো গাড়ি মার্কার চেয়ারম্যান প্রার্থী এনামুল হক অপুর সমর্থকদের দায়ি করেছেন। 

অপরদিকে আগের দিন মল্লিকডোবা গ্রামে অটো গাড়ি মার্কার প্রার্থী এনামুল হক অপুর সমর্থীত দুই কর্মীর দুইটি ব্যবসা প্রতিষ্ঠিান, একটি মোটর সাইকেল ভাংচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। 

এনামুল হক অপু এ ঘটনার জন্য ঘোড়া মার্কার কর্মী সমর্থকদের দায়ি করেছেন। এ ঘটনায় দুই প্রার্থী নির্বাচন কমিশনসহ বাউফল থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। এই হামলা ও পাল্টা হামলার কারণে ওই ইউনিয়নের সাধারণ ভোটররা আতংকগ্রস্থ হয়ে পড়েছেন। 
ঘোড়া মার্কার চেয়ারম্যান প্রার্থী  আবদুল মালেক মিয়া অভিযোগ করেন, অটো গাড়ির প্রার্থী এনামুল হক অপুর পক্ষে বহিরাগতরা প্রতিদিন মোটর সাইকেলের বহর নিয়ে এলাকায় মহড়া দিচ্ছে। তার কর্মী সমর্থকদের প্রচারে বাধা দিচ্ছে। তার ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য ভয়ভীতি দেখাচ্ছে। অভিযোগ করেও তিনি কোন প্রতিকার পাচ্ছেন না। 

অপরদিকে অটো গাড়ি প্রতীকের প্রার্থী এনামুল হক অপু বলেন, আমার জনপ্রীয়তায় ঈর্শ্বান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নানা ষড়যন্ত্র করছে। 

উল্লেখ্য, এ ইউনিয়নের চেয়ারম্যান সালেহ উদ্দিন পিকুর মৃত্যুর পর ৯ মার্চ উপ নির্বাচনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন। মোট ৫ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধীতা করছেন। এরা হলেন, এনামুল হক অপু অটো গাড়ি মার্কা, আবদুল মালেক ঘোড়া মার্কা, জিয়াউল হক সুজন টেবিল ফ্যান মার্কা, আবুল কালাম অজাদ তুহিন আনারশ মার্কা ও মোসাম্মৎ লতুফা বেগম চশমা মার্কা। এ ৫ প্রার্থীই আওয়ামী লীগের পদধারী। এ ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ২৯০। 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী বলেন, যেকোন মূল্যে ওই ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft