প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ উদ্যোক্তা গড়ে তুলছেন “রেশমা কৃষি উদ্যোগ”
Published : Sunday, 18 February, 2024 at 3:26 PM Count : 301
দেশের বেকার সমস্যা দুর করতে কাজ করে যাচ্ছে জাতীয় যুব পুরস্কার প্রাপ্ত শ্রেষ্ঠ জয়ীতা সুরাইয়া ফারহানা রেশমার প্রতিষ্ঠিত “রেশমা কৃষি উদ্যোগ”। এরই অংশ হিসাবে দেশের বিভন্ন প্রান্তে তারা প্রশিক্ষণ প্রদান করেছেন। দিচ্ছেন হাতে-কলমে শিক্ষা। যাতে করে শিক্ষিত হয়ে চাকুরীর পিছনে সময় নষ্ট না করে সবাই নিজেই কিছু করতে পারে।
এরই প্রেক্ষিতে শনিবার বেলা ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ২ দিনের এই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় সারাদেশের বিভিন্ন জেলার মহিলা সহ প্রায় ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহন করেন। প্রশিক্ষন কাজে সুরাইয়া ফারহানা রেশমাকে সার্বক্ষনিক সহযোগিতা করছেন বগুড়া সদর উপজেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রহিম।
সরেজমিনে শেরপুর উপজেলার বোংগা গ্রামের রেশমা কৃষি উদ্যোগে গিয়ে জানা যায়, “রেশমা কৃষি উদ্যোগ” এর আয়োজনে ২৫ তম প্রশিক্ষন ব্যাচের মাধ্যমে দেশের ৬৪ টি জেলার ৬৮০ জন উদ্যোক্তাদের প্রশিক্ষন প্রদান করেছেন। প্রশিক্ষন গ্রহন করে নওগাঁ জেলার জোবায়ের হোসেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মো. পারভেজ, সুনামগঞ্জের বিসম্ভর উপজেলার আব্দুল আওয়ালসহ অনেকেই এখন সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন।
অনলাইনের মাধ্যমে প্রশিক্ষনের কথা জানতে পেরে যশোর জেলার শারশা উপজেলার সাইফুজ্জামান বাবু, বরিশাল জেলার মুলাদি উপজেলার ফজলুর রহমান ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নার্গিস আক্তার ও সমেলা বেগম সহ প্রায় ৩৫ জন ভার্মি কম্পোস্ট ও ট্রাইকো কম্পোস্টের উপর রেশমা কৃষি উদ্যোগে ট্রেনিং গ্রহন করতে এসেছেন। তাদেরকে হাতে কলমে প্রশিক্ষন দিচ্ছেন সফল উদ্যোক্তা সুরাইয়া ফারহানা রেশমা।
তারা বলেন, আমরা অনলাইনে মাধ্যমে রেশমা আপার খামারের কথা জানতে পেরে তার সাথে যোগাযোগ করে এখানে প্রশিক্ষন নিতে এসেছি। আমাদের ছোট ছোট কৃষি খামার, মৎস খামার রয়েছে। প্রশিক্ষন গ্রহন করে গরুর মলকে কাজে লাগিয়ে জৈব সার উৎপাদন করলে আমাদের এলাকার কৃষক এবং নিজেরা উপকৃত হবো বলে আশা করি।
এ ব্যাপারে “রেশমা কৃষি উদ্যোগ” এর প্রতিষ্ঠাতা জয়ীতা সুরাইয়া ফারহানা রেশমা বলেন, আমার তেমন লেখাপড়া নেই। আমার অদম্য ইচ্ছাতেই এই খামার গড়ে তুলেছি। এতে আমার মা আমাকে সব সময় সাপোর্ট দিয়েছেন। বেকারত্ব কি সেটা আমি জানি? তাই প্রশিক্ষনের মাধ্যমে সারাদেশের বেকার সমস্যা দূর করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এতে সরকারের সহযোগিতা পেলে আরো বড় পরিসরে প্রশিক্ষনের আয়োজন করতে পারব বলে আশা রাখি।
এসএএস/এমবি