বড় জয়ে পয়েন্ট তালিকার চারে বরিশাল
Published : Saturday, 10 February, 2024 at 10:51 PM Count : 117
দিনের দ্বিতীয় ম্যাচে মিরপুরে বিপিএলে দুর্দান্ত ঢাকাকে ৪০ রানের বড় ব্যবধানে হারিয়েছে ফরচুন বরিশাল।
এ জয়ের ফলে, আট ম্যাচে চার জয়ে পয়েন্ট তালিকার চার নম্বরে উঠে এসেছে তামিম ইকবালের দল। অন্যদিকে নয় ম্যাচ খেলে মাত্র এক জয় নিয়ে তলানিতেই ঢাকা।
১৯০ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে কখনই ম্যাচে ছিল না দুর্দান্ত ঢাকা। এক অ্যালেক্স রস ছাড়া কেউ দলের জন্য লড়তে পারেননি। ৩০ বলে ৫ চার আর ৩ ছক্কায় ৫২ রান করে ইনিংসের ৯ বল বাকি থাকতে সাইফউদ্দিনের শিকার হন রস।
এসএম মেহরব করেন ২৯ বলে ২৮। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে আরও একবার সমর্থকদের হতাশা উপহার দিয়ে দুই বল বাকি থাকতে ১৪৯ রানে অলআউট হয় দুর্দান্ত ঢাকা।
সাইফউদ্দিন ২১ রানে নেন তিনটি উইকেট। দুটি করে উইকেট মেহেদি হাসান মিরাজ এবং ওবেদ ম্যাকয়ের।
এর আগে শুরুতেই বিপদে পড়েছিল ফরচুন বরিশাল। দলীয় ১৬ রানে তামিম ইকবাল, ১৭ রানে আহমেদ শেহজাদ এবং ১৯ রানের মাথায় আউট হয়ে যান মুশফিকুর রহিম। দ্রুত তিন শীর্ষ ব্যাটারকে হারিয়ে ধুঁকতে শুরু করছিলো বরিশাল।
সেখান থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অভিজ্ঞতা এবং সৌম্য সরকারের ফর্মে ফিরে আসা ইনিংসে ভর করে দুর্দান্ত ঢাকার সামনে ১৮৯ রানের বিশাল স্কোর দাঁড় করায় ফরচুন বরিশাল। ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য সরকার। মাহমুদউল্লাহ রিয়াদ আউট হন ৭৩ রান করে।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ব্যাট করতে নেমে শুরুতেই দুর্দান্ত ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে তারা। বিশেষ করে তাসকিন এবং শরিফুলের তোপের মুখে ১৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে বরিশাল। এরপর রিয়াদ এবং সৌম্য মিলে গড়েন ১৩৯ রানের জুটি।
শেষ পর্যন্ত এই জুটি ভাঙলেন শরিফুল ইসলাম। ততক্ষণে ৪৭ বলে ৭৩ রানের ঝোড়ো ইনিংস উপহার দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৭তম ওভারের শেষ বলে শরিফুলের বল গ্লাভসে লাগিয়ে উইকেটের পেছনে জমা দেন তিনি। ইনিংস সাজান ৭টি বাউন্ডারি এবং চারটি ছক্কা দিয়ে।
৫ নম্বরে ব্যাট করতে নামেন শোয়েব মালিক। সৌম্য এবং শোয়েব মালিক মিলে ফরচুন বরিশালের রান নিয়ে যান ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানে। ৪৮ বলে অপরাজিত ৭৫ রান করেন সৌম্য সরকার। ৪টি বাউন্ডারির সঙ্গে ৬টি ছক্কার মার মারেন তিনি।
ঢাকার হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।
এমবি