স্বাস্থ্য কমপ্লেক্সে বেড ফাঁকা নেই, চিকিৎসা দেয়া হচ্ছে ছাদে
Published : Monday, 22 January, 2024 at 2:09 PM Count : 182
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিমেল হাওয়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় গত দুই সপ্তাহে উপজেলায় শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়াসহ ঠাণ্ডাজনিত রোগের প্রকোপ বেড়ে গেছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ্বর, সর্দি ও কাশি। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছেন। ফলে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীতজনিত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।
সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ঠান্ডাজনিত সর্দি, জ্বর, কাশিতে আক্রান্ত বর্হিবিভাগে চিকিৎসা নিতে অনেক রোগী ভিড় করেছেন। বয়স্ক ও শিশুরা অনেকেই শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে ভর্তি হতে এসেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে। আবাসিক ওয়ার্ডে জায়গা না হওয়ায় অনেককে বারান্দায় ও ছাদে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মো. রাজু মিয়া জানান, গত এক সপ্তাহ থেকে শিশু ডায়রিয়ার রোগীর সংখ্যা বেড়েছে। রোববার ২১ জন ডায়রিয়া আক্রান্ত শিশু রোগী ভর্তি ছিল। সোমবার চিকিৎসাধীন রয়েছে ১৭ জন। এদের অধিকাংশ শিশুই পাঁচ বছরের নিচে।
উপজেলা সদরের নলেয়া গ্রামের জসিম উদ্দিন জানান, তার দুই বছরের শিশুর হঠাৎ করে জ্বর ও পাতলা পায়খানা শুরু হয়। তিনি চিকিৎসকের পরামর্শ নিতে হাসপাতালে এনেছেন। হাসপাতাল থেকে স্যালাইন সরবরাহ করা হয়েছে।
গোপালপুর গ্রাম থেকে আসা খোকন মিয়া নামের অপর একজন জানান, আড়াই বছরের সন্তান ইব্রাহিমকে পাতলা পায়খানা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি করেছি। কোন বেড ফাঁকা না থাকায় বারান্দায় চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শীতজনিত রোগের প্রকোপ একটু বেড়েছে। অন্যান্য রোগীর তুলনায় শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি।
-এএইচ/এমএ