'নৌকার বিজয় হলে দেশের মানুষ ভালো থাকবে'
Published : Wednesday, 20 December, 2023 at 2:38 PM Count : 960
ভোলা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, 'নৌকার বিজয় নিশ্চিত হলে দেশের মানুষ ভালো থাকবে। কারণ এ দেশের উন্নয়ন ও শান্তির প্রতীক নৌকা। তাই সকলকে আসন্ন জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষ্যে কাজ করতে হবে।'
বুধবার সকালে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আরফান আলী চৌকিদার বাড়িতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
নূরুন্নবী চৌধুরী বলেন, 'আওয়ামী লীগের জন্ম দেশের মানুষের কল্যাণের জন্য। দেশে যতবার রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ ছিল, ততবারই দেশ ও জনগণের অভাবনীয় উন্নয়ন হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষ নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে সম্মানিত করেছেন।'
বদরপুর ইউপি চেয়ারম্যান মো. আসাদ উল্যাহ মেলকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম রিপনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
-এইচপি/এমএ