ময়মনসিংহ-১ আসনে আবারও নৌকার মাঝি জুয়েল আরেং
Published : Monday, 27 November, 2023 at 1:46 PM Count : 868
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি জুয়েল আরেং।
রোববার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জুয়েল আরেং তৃতীয় মেয়াদে নৌকা প্রতিক পাওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই হালুয়াঘাট-ধোবাউড়া নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও জুয়েল আরেং এর সমর্থক গোষ্ঠী আনন্দ উল্লাসে মেতে উঠেন।
জানা যায়, ময়মনসিংহ-১ আসন থেকে নৌকার মনোনয়ন পেতে অনেকেই মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
-জেসি/এমএ