সিরাজগঞ্জের ৬ আসনে ৩ নতুন মুখ
Published : Monday, 27 November, 2023 at 12:51 PM Count : 482
সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনে মনোনীত ছয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। রোববার বিকেলে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তাদের মধ্যে বর্তমান তিন সংসদ সদস্য বাদ পড়েছেন।
সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. হাবিবে মিল্লাতের জায়গায় মনোনয়ন দেয়া হয়েছে জেলা আ'লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরীকে।
সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বর্তমান সংসদ সদস্য তানভীর ইমামকে বাদ দিয়ে মনোনয়ন দেয়া হয়েছে সাবেক সংসদ সদস্য গাজী সফিকুল ইসলাম সফিকে।
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বর্তমান সংসদ সদস্য মেরিনা জাহান কবিতাকে বাদ দিয়ে তার ছোট ভাই সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামকে মনোনয়ন দেয়া হয়েছে।
এদিকে, সিরাজগঞ্জ-১ (কাজীপুর ও সদর আংশিক) আসনে পুনরায় মনোনয়ন পেয়েছেন মরহুম মোহাম্মদ নাসিমের ছেলে বর্তমান সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বর্তমান সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ আবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের বর্তমান সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল পুনরায় আওয়াামী লীগের মনোনয়ন পেয়েছেন।
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হয়ে রেকর্ড সংখ্যক ৪৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন।
-এবি/এমএ