For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নেত্রকোণা-১ আসন

আ'লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ প্রার্থী

Published : Tuesday, 21 November, 2023 at 10:58 PM Count : 305

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেত্রকোণা-১ আসনে (কলমাকান্দা-দুর্গাপুর) আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ২২ জন প্রার্থী। 

গত শনিবার সকাল ১০টা থেকে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। 

এ তথ্য জানিয়েছেন মনোনয়ন ফরম বিক্রয় সংক্রান্ত কাজে নিয়োজিত থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রেমন্ড আরেং। 

আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, নেত্রকোণা-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মানু মজুমদার ছাড়াও আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ছবি বিশ্বাস, মোশতাক আহমেদ রুহী, আ'লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য রেমন্ড আরেং, কলমাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতাউর রহমান খান, এ কে এম জিয়াউল হক, যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মো. এরশাদুর রহমান মিন্টু, আ'লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য মোস্তফা জামাল লিটন ও গীতিকার সুজন হাজং, দুর্গাপুর উপজেলা আ'লীগের উপদেষ্টা কমিটির সদস্য অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, আ'লীগ নেতা শাহ কুতুব উদ্দিন তালুকদার রুয়েল, এডভোকেট মুজিবুর রহমান, জেলা আ'লীগের উপদেষ্টা কমিটির সদস্য ওসমান গনি, কলমাকান্দা উপজেলা আ'লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রফিকুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক মাহতাব উদ্দিন মাতু, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক তিতাস রায় রানা, আ'লীগ নেতা মো. শহিদুল ইসলাম, শাহ্ মহসীন, তপন কুমার তালুকদার ও মোশারফ হোসেন ডন। 
তারা সবাই আগামী ০৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের টিকিট চাইছেন। মনোনয়ন পেতে তারা কেন্দ্রীয় নেতাদের সঙ্গে করছেন লবিং তদবির। অনেকে নিজের পাল্লা ভারি করার জন্য স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে রেখেছেন।   

গত ১৫ নভেম্বর নির্বাচনের তফসিল ঘোষণার পর এসব নেতা ও তাদের কর্মী-সমর্থকরা তফসিলকে স্বাগত জানিয়ে এলাকায় আনন্দ মিছিল করেন। এরপর থেকেই মনোনয়ন প্রত্যাশীরা ঢাকায় অবস্থান করছেন। এসব কর্মী-সমর্থকরা পছন্দের নেতার মনোনয়নপত্র সংগ্রহসহ বিভিন্ন ছবি সমর্থকদের দিয়ে ফেসবুকে পোস্ট করে প্রচারণা ও দোয়া চাচ্ছেন। 

মনোনয়ন প্রত্যাশী এসব নেতাদের সঙ্গে কথা হলে তারা নিজেদের শক্ত অবস্থান তুলে ধরে জানান, বরাবরের চেয়ে এবারের জাতীয় নির্বাচন একটু ভিন্ন রকমের হবে। তাই অনেকেই স্বপ্ন দেখছেন, সংসদ সদস্য নির্বাচিত হয়ে বড় পরিসরে কাজ করে এলাকার জনগণের সেবা করার। দলীয় মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দেবে, তারপক্ষে কাজ করবেন বলে জানান মনোনয়ন প্রত্যাশি আওয়ামী লীগের নেতাকর্মীরা।

-টিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,