যমুনা ট্রেনে আগুন, বিএনপি নেতাসহ ১১ জন জেল হাজতে |
![]() জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতাসহ ১১ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে জামালপুর শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী খান রয়েছেন। এর আগে রোববার সকালে সরিষাবাড়ী রেল স্টেশনের সহকারী মাস্টার আব্দুস সালাম বাদি হয়ে জামালপুর জিআরপি থানায় হরতালের সমর্থনে নাশকতা সৃষ্টির অভিযোগে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোলজার হোসেন বলেন, বিএনপি-জামায়াতের চলমান হরতাল-অবরোধ সমর্থনকারীরা নাশকতার মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের উদ্দেশ্যে ট্রেনে অগ্নিসংযোগ করে। দায়েরকৃত মামলার সূত্র ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত ও অভিযান অব্যাহত আছে। গত শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা ট্রেন সরিষাবাড়ী স্টেশন আসার কিছুক্ষণ পর আগুন দেয়া হয়। এতে ট্রেনের ক এবং গ বগি পুরোপুরি ও খ বগি আংশিক পুড়ে যায়। এ সময় আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে চার জন আহত হন। অগ্নিসংযোগের ঘটনায় অন্তত এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। -জেডজে/এমএ |