জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মী আটক |
![]() কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে চলমান জামায়াত-বিএনপির হরতালের সমর্থনে রাস্তা অবরোধ করে মিছিল করার সময় জাময়াত ও শিবিরের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার ভোর ৬টার দিকে শহরের সাদ্দাম মোড় থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের ফজলুল হক (৬০), আব্দুল করিম (৭০), মিনহাজ (৪৫), আমিনুল ইসলাম (৪৫), এনামুল হক (২৩), আমিনুর রহমান (২১), আরিফুল ইসলাম (২১) ও সাব্বির রহমান (১৯)। ভূরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন জানান, রাস্তা অবরোধ করে জনগণের ভোগান্তি ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে তাদের নামে মামলা করা হয়েছে। আটককৃতদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। -এএইচ/এমএ |