২০ নভেম্বর, ২০২৩ |
![]() ![]() মেষ (২১ মার্চ - ২০ এপ্রিল) দিনটি শুভ সম্ভাবনাময়। সকালের দিকে কর্মক্ষেত্রে ভালো সংবাদ পাবেন। দুপুরে ব্যবসায় রোজগার বৃদ্ধি। বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে পারেন। বড় ভাই-বোনের সাহায্য পাবেন। ![]() বৃষ (২১ এপ্রিল - ২০ মে) ব্যবসায়ীক কাজের জন্য বিদেশ যাত্রার যোগ। শিক্ষা ও গবেষণামূলক কাজে সফল হবেন। দুপুরে কর্মক্ষেত্রে প্রভাবশালী ব্যক্তির সাহায্য পাবেন। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে উন্নতির আশা। ![]() মিথুন (২১ মে - ২০ জুন) ঝুঁকিপূর্ণ বিনিয়োগে সতর্ক থাকতে হবে। কারো সঙ্গে ঝামেলায় না জড়ানোই ভালো। ব্যাংক ও বীমা সংক্রান্ত কাজে জটিলতা বৃদ্ধি। বিদেশ সংক্রান্ত কাজে সফলতা। বৈদেশিক কাজে উন্নতির আশা। ![]() কর্কট (২১ জুন - ২০ জুলাই) পারিবারিক জীবন সুখময় হয়ে উঠবে। অংশিদারী ব্যবসায় ভালো লাভ। ব্যবসায়ীক কাজে উন্নতির আশা। আর্থিক ঝুঁকি নেওয়া ঠিক হবে না। চিকিৎসক ও ঔষধ ব্যবসায়ীদের রোজগার বৃদ্ধি। ![]() সিংহ (২১জুলাই-২১ আগষ্ট) কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পাবেন। ব্যবসায়ীক ক্ষেত্রে গোপন শত্রুতা এড়াতে হবে। দাম্পত্য সুখ বৃদ্ধি পাবে। ব্যবসায়ীক ক্ষেত্রে উন্নতি। নতুন অংশিদারী ব্যবসায় বিনিয়োগ করার প্রস্তাব আসবে। ![]() কন্যা (২২ আগষ্ট - ২২ সেপ্টেম্বর) সন্তানের পড়াশোনা নিয়ে দুঃশ্চিন্তা কমে আসবে। সকালের দিকে পরীক্ষা সংক্রান্ত সংবাদ পাবেন। মানসিক ভাবে চাঙ্গা থাকতে হবে। কারো সঙ্গে ঝামেলায় জড়াবেন না। ব্যবসায়ীক ক্ষেত্রে কর্মচারীদের উপর নির্ভরতা কমাতে হবে।![]() তুলা (২৩ সেপ্টেম্বর - ২১ অক্টোবর) কর্মক্ষেত্রে প্রত্যাশা পূরণ হবে। স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের কাজে লাভ হবে। সৃজনশীল কাজে অগ্রগতি। শিল্পী ও কলাকুশলীদের আশানুরুপ রোজগার হবে। প্রেমিক-প্রেমিকার দেখা সাক্ষাতের দিন।![]() বৃশ্চিক (২২ অক্টোবর - ২০ নভেম্বর) বৈদেশিক যোগাযোগের কাজে অগ্রগতি। ব্যবসায়ীক প্রচার-প্রচারণায় উন্নতির আশা। সাংসারিক ক্ষেত্রে ছোট ভাই-বোনের সাহায্য লাভ। গৃহস্থালী কোনো কাজে ব্যস্ততা। যানবাহন ক্রয়ের যোগ। মধ্যস্ততার কাজে অর্থ লাভ। ![]() ধনু (২১ নভেম্বর - ২০ ডিসেম্বর) বকেয়া অর্থ আদায়ে সফল হবেন। বাড়িতে আত্মীয়-স্বজনের আগমন হবে। খাদ্য ও পানিয়ের ব্যবসায় লাভবান হবেন। বৈদেশিক যোগাযোগে সফলতা। মধ্যস্ততার ব্যবসা-বাণিজ্যে ভালো রোজগারের সুযোগ আসবে। ![]() মকর (২১ ডিসেম্বর - ২০ জানুয়ারি) গুরুত্বপূর্ণ কাজগুলো সকালের দিকেই সেরে নিতে হবে। কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে। ব্যবসা-বাণিজ্যে ভালো আয়ের আশা। সঞ্চয়ের ক্ষেত্রে অগ্রগতি। খুচরা বিক্রেতাদের রোজগার বাড়বে। ![]() কুম্ভ (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) দৈনন্দিন ব্যয় বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজে সফল হতে পারবেন। ট্রাভেল এজেন্সী ও ট্রান্সপোর্ট ব্যবসায় ভালো লাভ। সামাজিক ও সাঙ্গঠনিক কাজে সম্মান ও মর্যাদা বৃদ্ধি পাবে। গুরুত্বপূর্ণ কাজে উন্নতি। ব্যবসায় সফলতার আশা।![]() মীন (১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ) ব্যবসায়ীক ও কর্মক্ষেত্রে বাড়তি রোজগারের আশা। বড় ভাই-বোনের কাজে ব্যস্ত থাকবেন। বকেয়া আয়-রোজগারের যোগ। বিদেশ যাত্রার যোগ। আমদানি-রপ্তানি বাণিজ্যে ভালো লাভ হবে।আপনার দিনটি শুভ হোক। ভালো থাকুন। সুস্থ থাকুন। |