For English Version
সোমবার ৭ অক্টোবর ২০২৪
হোম

আমনের স্বপ্ন ধুলায় লুটালো মিধিলি

Published : Saturday, 18 November, 2023 at 10:20 PM Count : 219



ঘূর্ণিঝড় মিধিলি এবার উপকূলের কৃষকদের সোনালী ধানের স্বপ্ন ধুলোয় লুটিয়ে দিয়েছে। টানা দুই দিনের বর্ষন ও ঝড়োবাতাসে আমনের ক্ষেত শতকরা ২৫ ভাগ ক্ষতি হয়েছে বলে কৃষকরা দাবী করেছেন। এছাড়া খেসারি ডাল,মরিচ,সরিষাসহ ব্যাপক ক্ষতি হয়েছে রবি শষ্যের।

সরেজমিনের সদর উপজেলার আউলিয়াপুর, ইটবাড়িয়া, লোহালিয়া এলাকায় গিয়ে দেখা যায়, আমনের কাঁচাপাকা ক্ষেত মাটিতে লুটিয়ে রয়েছে। কোন কোন ধান ক্ষেতে হাটু সমান পানি। ফসল বাঁচাতে কৃষকরা ক্ষেতের পানি নামাতে কাজ করে যাচ্ছেন। 
সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের পশ্চিম আউলিয়াপুর গ্রামের মাওলানা সিদ্দিকুর রহমান (৫২) জানান, তাদের এলাকায় আমন ধান সব চেয়ে বেশী ক্ষতি হয়েছে। কোন কোন কৃষককের ধান আধা পাকা হয়েছে আবার কোনটা কেবল বের হয়েছে। এ ধানগুলো বর্ষা এবং বাতাসের কারনে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে। 

লোহালিয়া ইউনিয়নের এরিদুল হাসান (৪৯) জানান, তার ক্ষেতের মৌলতাসহ অন্যান্য ধানক্ষেত হাটু সমান পানির নীচে রয়েছে। যে পরিমান বাতাস হয়েছে তাতে ধানে চীটা হবে অর্ধেক। এ বছর অর্ধেক উৎপাদন কৃষক ঘরে তুলতে পারবে না বলে মন্তব্য করেন তিনি।

জেলা কৃষি অফিস জানায়, এ বছর আমন মৌসুমমে পটুয়াখালীতে প্রায় এক লাখ ৯৭ হাজার হেক্টও জমিতে আমন আবাদ করা হয়। এরমধ্যে প্রায় ২২ হাজার হেক্টর জমি ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া শাকসবজি ৭৪০ হেক্টর, খেসারি ২০০০ হেক্টর, মরিচ ৪ হেক্টর, সরিষা ৮ হেক্টর এবং  ৫০ হেক্টর জমির তরমুজ ক্ষতিগ্রস্থ হয়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: নজরুল ইসলাম জানান, ঘূর্নিঝড় মিধিলির প্রভাবে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে আমন ফসলের। পটুয়াখালীতে বর্তমানে ক্ষেতে যে আমন রয়েছে তার শতকরা ৫ ভাগ পেকে গিয়েছিলো। এই পাঁচভাগ ফসনের একটি দানাও ঘরে তুলতে পারেনি কৃষক। এছাড়া আধাপাঁকা, কাঁচা মিলিয়ে শতকরা প্রায় ১৫ ভাগ এবং রবিশষ্য ফসল নষ্ট হয়ে গেছে। টাকার অংকে এ ক্ষতি পরিমান প্রায় ৪৭ কোটি ৭৫ লাখ টাকা।

এমপি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,