ঢেলে সাজানো হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড |
![]() সবার আগে পরিবর্তন আসে অধিনায়কের জায়গায়। আগেই বলা হয়েছিল, বাবর আজমকে অধিনায়ক আর রাখা হবে না। এমনকি বাবর না চাইলে তাকে সরিয়ে দেয়া হবে, এমন বক্তব্যও শোনা গেছে পাকিস্তানের গণমাধ্যমে। তবে সেসবের অপেক্ষা করেননি ২৯ বছর বয়েসী এই ব্যাটার। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি এই তিন সংস্করণ থেকেই পাকিস্তানের অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বাবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তিনি এই ঘোষণা দেন। পদত্যাগের ঘোষণা দেওয়ার আগে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফের সঙ্গে দেখা করেন বাবর। নেতৃত্ব ছাড়লেও তিন সংস্করণেই খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি। ২০২০ সালের পর তাই নতুন অধিনায়কের যুগে প্রবেশ করতে যাচ্ছে পাকিস্তান। আর এই নতুন অধিনায়ক বেছে নিতে পাকিস্তান সময় নিয়েছে মোটে ৯৩ মিনিট। যেন আগে থেকেই এই ঘোষণার জন্য প্রস্তুত ছিল তারা। সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টোয়েন্টিতে নতুন অধিনায়ক হলেন পেসার শাহিন আফ্রিদি। আর সাদা পোশাকের টেস্ট ক্রিকেটে অধিনায়ক শান মাসুদ। পাকিস্তানের ক্রিকেটে এরপরের পরিবর্তন এসেছে পরিচালক এবং নির্বাচকের পদে। ব্যাপক জলঘোলা করে বিশ্বকাপের মাঝপথে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন কিংবদন্তি ব্যাটার ইনজামাম-উল-হক। নতুন নির্বাচকও বেছে নেওয়া হয়েছে এদিন। সাবেক পেসার এবং পাঞ্জাবের বর্তমান ক্রীড়ামন্ত্রী ওয়াহাব রিয়াজ পেয়েছেন প্রধান নির্বাচকের দায়িত্ব। সবশেষ দেশটির ক্রিকেট পরিচালকের পদেও পরিবর্তন আসে। সাবেক ক্রিকেটার মোহাম্মদ হাফিজকে দেওয়া হয়েছে পরিচালকের দায়িত্ব। সাবেক পরিচালক মিকি আর্থারের পদে আসবেন তিনি। তবে এখনই আর্থারকে ছাঁটাই করার সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধারণা করা হচ্ছে, নতুন অন্য কোনো দায়িত্বে দেখা যাবে তাকে। এছাড়া, এদিন দেশটির ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফের সঙ্গে দেখা করেছেন দেশটির সাবেক ক্রিকেটার ইউনিস খান এবং সোহেল তানভীর। ধারণা করা হচ্ছে তারাও নতুন কোনো দায়িত্বে আসতে পারেন। -এমএ |