যমুনায় ধরা পড়লো ৬৩ কেজির বাঘাইর মাছ |
![]() সোমবার সকালে জেলে বাদশা মিয়া মাছটি বিক্রির জন্য উপজেলার সরদারপাড়া বাজারে তোলেন। জেলে বাদশা মিয়া জানান, রোববার রাতে যমুনা নদীতে ৬৩ কেজি ওজনের বাঘাইর মাছটি তার জালে ধরা পড়ে। মাছটি অনেক বড় হওয়ায় একক ভাবে কেনার মতো কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। পরে এটি বাজারে নিয়ে কেটে প্রতি কেজি ১২০০ টাকা করে মোট ৭৫ হাজার ৬০০ টাকায় বিক্রি করা হয়। মাছ ক্রেতা আব্দুল্লাহ্ আল মামুন বলেন, দীর্ঘদিন পর যমুনায় এত বড় মাছ ধরা পড়লো। এমন বড় মাছ সচরাচর বাজারে দেখা যায় না। স্থানীয় আরেক ক্রেতা আসাদুল বলেন, যমুনা নদীর মাছ খেতে অনেক সুস্বাদু হয়। এটি নদীর এবং বড় সড় বলে এক কেজি মাছ কিনে নিয়েছি। -জেডজে/এমএ |