For English Version
রবিবার ১২ মে ২০২৪
হোম

'রংপুরের জনগণ আওয়ামী লীগকে অনাস্থা দেখিয়েছে'

Published : Friday, 30 December, 2022 at 8:47 PM Count : 336

রংপুরের জনগণ আওয়ামী লীগকে অনাস্থা দেখিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

শুক্রবার বিকেলে রংপুরে বিএনপির গণমিছিল শেষে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

বরকত উল্লাহ বলেন, 'জনগণ ভোট চোরদের আর ভোট দিতে চায় না। যার প্রমাণ রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী জামানত হারিয়েছেন। অথচ রংপুর শেখ হাসিনার শ্বশুর বাড়ি, সজিব ওয়াজেদ জয়ের বাড়ি, সেই রংপুরের জনগণ অনাস্থা দেখিয়েছে আওয়ামী লীগকে।'

তিনি বলেন, 'রাজনীতিতে সুবাতাস বইতে শুরু করেছে। রাজনীতিতে সেই সহনশীল আচরণ বজায় রাখতে আমাদের এই গণমিছিল ২৪ ডিসেম্বর হওয়ার কথা ছিল কিন্তু আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের অনুরোধে আমাদের গণমিছিল আজকে ৩০ তারিখ করা হয়েছে।'
বিএনপির এই নেতা বলেন, 'আমরা বরাবরই বলে আসছি, শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারকে ক্ষমতা হস্তান্তর করতে। কিন্তু শেখ হাসিনা সরকার ক্ষমতায় টিকে থাকতে নানা রকম ফন্দি-ফিকির করে টিকে থাকার চেষ্টা করছেন। এ দেশের জনগণ আর আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চায় না। তারা প্রতিবাদী হয়ে উঠছে। তার প্রমাণ আজকের গণমিছিল।'

তিনি বলেন, 'আওয়ামী লীগ কেয়ারটেকার সরকারকে ভয় পায়। কেননা এই আওয়ামী লীগ কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচন হলে ২০-২২টির বেশি আসন পাবে না।'

প্রতিবাদ সভায় মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলুসহ রংপুর জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

এর আগে রংপুর বিএনপির উদ্যোগে গণমিছিল বের হয়। মিছিলটি নগরীর পেট্রোল পাম্প হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় গ্রান্ড হোটেলস্থ দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

-এলওয়াই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft