For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

করোনায় খুলনা বিভাগে একদিনে রেকর্ড মৃত্যু

Published : Wednesday, 23 June, 2021 at 2:21 PM Count : 615

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৩২ জনের মৃত্যু হয়েছে। যা একদিনে রেকর্ড মৃত্যু।

একই সময়ে বিভাগটিতে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৯০৩ জন।

বুধবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানান।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় করোনায় খুলনা বিভাগের মধ্যে খুলনায় সর্বোচ্চ আট জন, ঝিনাইদহে সাত জন, চুয়াডাঙ্গায় পাঁচ জন, কুষ্টিয়ায় চার জন, যশোরে একজন, বাগেরহাটে তিন জন, সাতক্ষীরায় একজন, নড়াইলে একজন এবং মেহেরপুরে দু'জন মারা গেছেন।
গত বছরের ১৯ মার্চ খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায়। করোনা সংক্রমণের শুরু থেকে বুধবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪৭ হাজার ৮৭৮ জনের। এ পর্যন্ত খুলনায় বিভাগে করোনায় ৮৯৬ জনের মৃত্যু হয়েছে। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ১৭৫ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা সংক্রান্ত তথ্য বিশ্লেষণে (২৪ ঘণ্টায়) দেখা যায়, খুলনা জেলায় করোনায় মারা গেছেন আট জন এবং শনাক্ত হয়েছেন ৩০৫ জন। খুলনা জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৫৬৯ জনের। আর মারা গেছেন ২২৮ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ২২৭ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৬০ জনের। এ নিয়ে জেলাটি মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৭৫২ জনের। আর করোনায় মারা গেছেন ৭৩ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৪৩ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৬০ জন। এ নিয়ে জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬২ জন। আর করোনায় মারা গেছেন ৬৩ জন  ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন দুই হাজার ১২৭ জন।

যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১২১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১০ হাজার ১৫৯ জন। আর জেলাটিতে মোট মারা গেছেন ১১৪ জন এবং সুস্থ হয়েছেন ছয় হাজার ৭৮৯ জন।

নড়াইলে নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছে দুই হাজার ৩৭১ জন। আর এ জেলায় করোনায় মোট মারা গেছেন ৩৬ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮৯৪ জন।

মাগুরায় নতুন করে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এ জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৪২১ জন। আর করোনায় মারা গেছেন ২৫ জন এবং সুস্থ হয়েছেন এক হাজার ২২৩ জন।

ঝিনাইদহে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ১১৭ জন। এ নিয়ে জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন তিন হাজার ৬৩৮ জন। আর মারা গেছেন ৭৫ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ৯০২ জন।  

কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১২২ জন। এ নিয়ে জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন ছয় হাজার ৬৬২ জন। আর জেলাটিতে করোনায় মোট মারা গেছেন ১৬৬ জন এবং সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১৪৭ জন।

চুয়াডাঙ্গায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬৪ জন। এ নিয়ে জেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছেন দুই হাজার ৭৯৬ জন। আর জেলাটিতে করোনায় মোট মারা গেছেন ৭৯ জন এবং সুস্থ হয়েছেন দুই হাজার ২০ জন।

মেহেরপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন ৩৫ জন। এ নিয়ে জেলাটিতে মোট শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪৮ জন। আর করোনা আক্রান্ত হয়ে জেলাটিতে মোট মারা গেছেন ৩৭ জন।

-এমএ

খুলনা বিভাগে করোনায় আরও ২৭ জনের মৃত্যু

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft