For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

এমপিওভুক্ত হলো ২৭৩০ শিক্ষা প্রতিষ্ঠান

Published : Wednesday, 23 October, 2019 at 2:11 PM Count : 349

দীর্ঘ প্রতীক্ষা শেষে নতুন এমপিওভুক্ত (মান্থলি পেমেন্ট অর্ডার) হয়েছে ২ হাজার ৭শ ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান।

বুধবার বেলা ১২টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। 

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

প্রধানমন্ত্রী বলেন, 'উন্নত জাতি গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। আর দেশকে দারিদ্রমুক্ত করতে বর্তমান সরকার শিক্ষার ওপর অধিক গুরুত্ব দিচ্ছে। শিক্ষাকে মানুষের দোরগোঁড়ায় নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সরকার। আর তাই উন্নত শিক্ষার জন্য নীতিমালা প্রণয়ন করা হয়েছে।'
নতুন এই এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১ হাজার ৬৫০টি মতো বিদ্যালয় ও কলেজ রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে, নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-৮ম) ৪৩৯টি, মাধ্যমিক বিদ্যালয় (৬ষ্ঠ-১০ম) ৯৯৪টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একাদশ থেকে দ্বাদশ ৬৮টি, কলেজ একাদশ থেকে দ্বাদশ ৯৩টি, ডিগ্রি কলেজ (১৩শ-১৫শ) ৫৬টি। 

এছাড়া মাদরাসা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে রয়েছে, ৩৫৭টি দাখিল, ১২৮টি আলেম, ৪২টি ফাজিল ও ২৯টি কামিল।

অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান কৃষি ৬২, ভোকেশনাল ১৭৫ ও ২৮৩টি এইচএসসি (বিএম)।

এর আগে সর্বশেষ ২০১০ সালে ১ হাজার ৬২৪টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হয়েছিল। এমপিওভুক্তির দাবিতে দীর্ঘ নয় বছর ধরে থেমে থেমে আন্দোলন করে আসছেন এমপিওভুক্ত নয় এমন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক–কর্মচারীরা।

-এমএ/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft