For English Version
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
হোম

কমলনগরে ইউপি উপনির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

Published : Monday, 23 September, 2019 at 3:21 PM Count : 241

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ও চরকালকিনি ইউনিয়ন পরিষদের দু’টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

সোমবার দুপুরে রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আক্তারুজ্জামান তাদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে চরকালকিনি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের প্রার্থী আবু ছায়েদ (মোরগ), রোমানা আক্তার রুমা (টিউবওয়েল) ও মো. নোমান (ফুটবল) প্রতীক বরাদ্দ পেয়েছেন। 

অপরদিকে, চরলরেন্স ইউনিয়নের ২ নং ওয়ার্ডের প্রার্থী মো. ইসমাইল হোসেন (তালা), আবদুল মালেক (মোরগ), এনামুল হাছান রাজু (ফুটবল), মো. মাইন উদ্দিন (টিউবওয়েল), মনির হোসেন (বৈদ্যুতিক পাখা) ও মো. আলাউদ্দিনকে (আপেল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 
আগামী ১৪ অক্টোবর সকাল ৯টা থেকে একটানা বিকেল ৫টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চরকালকিনি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিন দীর্ঘদিন পরিষদের সাধারণ সভায় অনুপস্থিত থেকে অননুমোদিত ভাবে সৌদি আরব অবস্থান করায় এবং চরলরেন্স ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইসমাইল হোসেন চেয়ারম্যান পদের উপনির্বাচনে অংশ নিতে সদস্য পদ থেকে পদত্যাগ করায় নির্বাচন কমিশন পদ দু’টি শূন্য ঘোষণা করে এ উপনির্বাচনের উদ্যোগ নেয়।

-বিএইচযে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft