For English Version
মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪
হোম

কাউন্সিল শুরু

ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদক নির্বাচনে ভোটগ্রহণ

Published : Wednesday, 18 September, 2019 at 10:10 PM Count : 530

জাতীয়তাবাদী ছাত্রদলেরস ৬ষ্ঠ কাউন্সিল অবশেষে শুরু হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য বুধবার রাত ৮টা ৪৭ মিনিটে শুরু হয় ভোটগ্রহণ। রাজধানীর শাহজাহানপুর মোড়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকার সাবেক মেয়র মির্জা আব্বাসের বাসায় ভোটকেন্দ্র স্থাপন করে ওই ভোটগ্রহণ শুরু হয়।

মির্জা আব্বাসের বাসার দোতলায় চারটি বুথ স্থাপন করা হয়েছে। সেখানেই ভোট দিচ্ছেন কাউন্সিলররা।
এদিকে ২৭ বছর পর ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হচ্ছে। সারাদেশে ১১৭টি ইউনিটের ৫৩৩ জন কাউন্সিলর ভোট দিয়ে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন করবেন।

১৯৯২ সালের পর ছাত্রদলের নেতৃত্ব দীর্ঘদিন পর ভোটের মাধ্যমে নির্ধারিত হচ্ছে। সর্বশেষ ১৯৯২ সালে ভোটে রুহুল কবির রিজভী সভাপতি ও এম ইলিয়াস আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খায়রুল কবির খোকন বলেন, ‘নানা প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা অতিক্রম করে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতা নির্বাচনের কাজটি শুরু করেছি। ভোট শুরু হয়ে গেছে। টানা ভোট হবে, কোনো বিরতি নেই। ভোটের পর আমরা দ্রুতই ভোট গণনার কাজ শুরু করে ফলাফলও ঘোষণা করব।’

সন্ধ্যা থেকে মির্জা আব্বাসের বাসার ফটকে কাউন্সিলর ও প্রার্থীদের কার্ড দিয়ে প্রবেশ করানো হয়। ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোট প্রার্থী ২৮ জন। এরমধ্যে সভাপতি পদে লড়ছেন ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ১৯ জন।

সভাপতি পদপ্রার্থীরা
ফজলুর রহমান খোকন, হাফিজুর রহমান, মামুন বিল্লাহ(মামুন খান), সাজিদ হাসান বাবু, মাহমুদুল হাসান বাপ্পি, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, মো এরশাদ খান, মাহমুদুল আলম সরদার ও কাজী রওনুকুল ইসলাম শ্রাবন।

সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা
মো. শাহনেওয়াজ, আমিনুর রহমান আমিন, জাকিরুল ইসলাম জাকির, তানজিল হাসান, কারিমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম রুমন, ডালিয়া রহমান, শেখ আবু তাহের, সাদিকুর রহমান, কেএম সাখাওয়াত হোসাইন, সিরাজুল ইসলাম, ইকবাল হোসেন শ্যামল, জুয়েল হাওলাদার, মুন্সি আনিসুর রহমান, মিজানুর রহমান শীরফ, শেখ মো. মসিউর রহমান রনি, মোস্তাফিজুর রহমান, সোহেল রানা ও কাজী মাজহারুল ইসলাম।

এর আগে বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক ছাত্রদল নেতাদের সঙ্গে তারেক রহমান রুদ্ধদ্বার বৈঠকে করেন। বৈঠকে শামসুজ্জামান দুদু, আসাদুজ্জামান রিপন, রুহুল কবির রিজভী, ফজলুল হক মিলন, খায়রুল কবির খোকন, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন, শফিউল বারী বাবু, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, আমিরুল ইসলাম খান আলিম, রাজীব আহসান, আকরামুল হাসান প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

পরে তারেক রহমান প্রার্থী ও কাউন্সিলরদের সঙ্গে স্কাইপের মাধ্যমে কথা বলেন। এর পর পরই সিদ্ধান্ত হয় ভোটের মাধ্যমে নির্বাচন হবে।

ছাত্রদলের কয়েক হাজার কর্মী-সমর্থক নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর থেকে অবস্থান নিতে শুরু করেন। বিকালে পাঁচটায় কার্যালয়ের দ্বিতীয় তলায় সাবেক ছাত্র নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। স্কাইপের মাধ্যমে তিনি নেতাদের সঙ্গে কথা বলেন।

গত ১৩ সেপ্টেম্বর ঢাকার চতুর্থ জজ আদালত সাবেক কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক আমান উল্লাহর দায়ের করা মামলায় স্থগিতাদেশ দিলে ১৪ সেপ্টেম্বরের নির্ধারিত কাউন্সিলের ওপর স্থগিতাদেশ দেন।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft