For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

‘মুজিব মানে মুক্তি’ নাটকের প্রদর্শনী

Published : Wednesday, 28 August, 2019 at 1:01 PM Count : 263

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জে শুরু হয়েছে “মুজিব মানে মুক্তি” নাটকের প্রদর্শনী।

বুধবার থেকে দুই দিনব্যাপী এ নাটকের প্রদর্শনী শুরু হয়েছে। গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি এ নাটকের প্রদর্শনীর আয়োজন করেছে।
শেখ ফজলুল হক মনি অডিটরিয়ামে এ নাটক প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। এসময় গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক খন্দকার এহিয়া খালেদ সাদী উপস্থিত ছিলেন।

নাট্যজন লিয়াকত আলী লাকীর গ্রন্থনা ও নির্দেশনায় জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এ নাটকে অভিনয় করেন।

বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এ বিষয়কে কেন্দ্র করে ব্রিশিট আমল থেকে শুরু করে পাকিস্তানী শাসন ও শোষন এবং বাংলা দেশের স্বাধীনতা অর্জন, ৭৫-এর ১৫ আগষ্ট জাতির পিতাকে হত্যাকান্ডের প্রতিটি ঘটনা এ নাটকে তুলে ধরা হয়।

মন্ত্রমুগ্ধের মত এ নাটক উপভোগ করেন আগত অতিথিবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। আগামীকাল ২৯ আগস্ট আবারও একই নাটক প্রদর্শনীর মাধ্যমে শেষ হবে এই নাট্য প্রদর্শনী।

এমএইচটএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft