For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

আসমাকে ধর্ষণের পর হত্যার প্রধান সন্দেহভাজন বাঁধনের ‘আত্মসমর্পণ’

Published : Friday, 23 August, 2019 at 2:56 PM Count : 466

আসমা-বাঁধন

আসমা-বাঁধন


রাজধানীর কমলাপুরে ট্রেনের পরিত্যক্ত বগি থেকে উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রী আসমা আক্তারকে (১৭) ধর্ষণের পর হত্যা মামলার সন্দেহভাজন প্রধান আসামি মারুফ হাসান বাঁধন (২০) পুলিশের কাছে আত্মসমপর্ণ করেছে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত ১০টার দিকে স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমপর্ণ করে বাঁধন। সে পঞ্চগড় সদর উপজেলার সীতাগ্রামের আবু হানিফ ওরফে ভুট্টোর ছেলে।

তবে পুলিশ বলছে আত্মসমর্পণ নয়, বাঁধনকে আটক করা হয়েছে। কিন্তু কোথা থেকে আটক করা হয়েছে তা জানাতে পারেনি।

এদিকে, আসমার ধর্ষণ ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহীদ মিনারের সামনে মানববন্ধন সমাবেশ করেছে সামাজিক সংগঠন ‘বাঁচাও পঞ্চগড়’।

পঞ্চগড়ের সামাজিক সংগঠন ‘বাঁচাও পঞ্চগড়’ আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্বাস আলী, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক এমরান আল আমিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মির্জা নাজমুল ইসলাম কাজল, পঞ্চগড় নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এড. এরশাদ হোসেন সরকার, জেলা পরিষদ সদস্য ও নারী নেত্রী আকতারুন নাহার সাকী, জেলা জাতীয় পার্র্টির সাধারণ সম্পাদক আবু সালেক, ‘বাঁচাও পঞ্চগড়’ এর ভারপ্রাপ্ত আহ্বায়ক ও পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলম, জ্যেষ্ঠ আইনজীবী একেএম আনোয়ারুল ইসলাম খায়ের, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, মামলার বাদী আসমার চাচা মো. রাজু ও স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান সাবু বক্তব্য দেন। মানববন্ধনে আসমার বাবা মা আত্বীয়স্বজনসহ এলাকার সকল শ্রেণি পেশার নারী পুরুষ, শিক্ষার্থীরা অংশ নেয়।
Justify Center

Justify Center

" style=


আসমার বাবা বলেন,‘আমার মেয়ের মত যেন আর কারো সন্তানের এমন না হয়। মেয়ের ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।’

গত ১৮ আগস্ট রবিবার সকালে বাড়ি থেকে বের হয়ে যায় আসমা। পরিবারের দাবি, পার্শ্ববর্তী সীতাগ্রামের আবু হানিফ ওরফে ভুট্টোর ছেলে মারুফ হাসান বাঁধনের সঙ্গে সে ঢাকায় পালিয়ে গেছে। আসমা ধর্ষণ ও হত্যা মামলায় বাঁধনকে প্রধান আসামি করে তার চাচা মো. রাজু কমলাপুর জিআরপি থানায় মামলা করেছে। শিংপাড়া এলাকার কনাপাড়া এলাকার দিনমজুর আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মেয়ে আসমা। সে স্থানীয় খাঁনবাহাদুর মখলেছুর রহমান মাদ্রাসা থেকে এবার দাখিল পাস করেছে। একই মাদ্রাসায় বাঁধন পড়তো। ৮ম শ্রেণি পাসের পর ছাড়পত্র নিয়ে নানার বাড়ির এলাকা থেকে এবার দাখিল পাস করে পঞ্চগড় বিএম টেনকিনক্যাল কলেজে উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে বাঁধন। অর্থাভাবে আসমাকে কোনো কলেজে বা মাদ্রাসায় ভর্তি করাতে পারেনি পরিবার।

এইচআইএইচ/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft