For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

চরলরেন্স ইউপিতে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Published : Thursday, 25 July, 2019 at 10:52 AM Count : 365

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট চলবে একটানা বিকেল ৫টা পর্যন্ত। 

নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। 

নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীসহ ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত এএইচএম আহসান উল্যাহ হিরন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মাস্টার (আনারস), মো. ইসমাইল হোসেন (মোটরসাইকেল), মোহাম্মদ সেলিম (ঘোড়া), মো. মাইন উদ্দিন (চশমা), মো. হুমায়ুন কবীর (টেলিফোন) ও মো. মাইন উদ্দিন (অটোরিকশা)।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এ ইউনিয়নের ১০টি কেন্দ্রের ২টি অস্থায়ীসহ ৪৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আর এ কাজে ১০ জন প্রিজাইডিং, ৪৪ জন সহকারী প্রিজাইডিং ও ৮৮ জন পোলিং অফিসার নিয়োজিত রয়েছেন। এখানে পুরুষ ৮ হাজার ৪২৫ ও নারী ৭ হাজার ৯৪৪ জনসহ মোট ১৬ হাজার ৩৬৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 
রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আক্তারুজ্জামান জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নির্বাচনী এলাকায় তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং প্রতি কেন্দ্রে পুলিশের একজন উপপরিদর্শক, একজন সহকারি উপ-পরিদর্শক, তিনজন কনস্টেবল ও ১৭ জন আনসার সদস্য নিয়োজিত রয়েছেন। 

এছাড়াও, র‌্যাব, বিজিবি, পুলিশের স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন সার্বক্ষণিক তদারকি করছেন।

তিনি জানান, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে এ ইউনিয়নের চেয়ারম্যান একেএম নুরুল আমিন মাস্টার গত ২৬ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। ফলে নির্বাচন কমিশন এ পদটি শূন্য ঘোষণা করে এ উপ-নির্বাচনের উদ্যোগ নেন।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft