For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

'সরকার তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ নিয়েছে'

Published : Saturday, 20 July, 2019 at 9:48 PM Count : 298

রেলমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন বলেছেন, 'ক্রিকেটের কারণে বিশ্ববাসী এখন বাংলাদেশকে এক নামে চেনে। ভবিষ্যতে ফুটবলের কারণেও বিশ্ব বাংলাদেশকে চিনবে। এ জন্য সরকার খেলাধুলার প্রতি গুরুত্ব দিয়েছেন। সরকার তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় সরকার বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট চালু করেছে।'

শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ের বোদা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, 'শারীরিক ও মানসিক বিকাশের জন্য পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলাসহ পাঠ্যক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করতে হবে।'

বোদা মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে বোদা সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে শালশিরী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। 
অপরদিকে, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টে তাসেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে কিসমত নারায়নী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহমুদ হাসানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক ফারুক আলম টবি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা। 

উপজেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক দর্শক খেলা দেখতে এসেছিলেন।

-এসআইএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft