For English Version
শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
হোম

শীঘ্রই পাইপ লাইনে গ্যাস পাবে দিনাজপুরবাসী: হুইপ

Published : Saturday, 20 July, 2019 at 8:15 PM Count : 503

দিনাজপুরে শীঘ্রই পাইপ লাইনে গ্যাস আসছে, তা ইতিমধ্যেই অনুমোদন হয়েছে বলে উল্লেখ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম।

শনিবার দিনাজপুরের এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ রোডে নিমতাড়া (আনন্দ সাগর) সংলগ্ন গ্রীণ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জাতীয় সংসদের হুইপ বলেন, 'দিনাজপুর শহরের রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প পাশ হয়েছে, তা অচিরেই বাস্তবায়িত হবে। এছাড়াও ঐতিহাসিক রামসাগরকে জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপান্তরিত করতে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়ককে ৪ লেনে উন্নীত করতে সাড়ে ৮শ কোটি টাকার টেন্ডার করেছে বর্তমান সরকার।'

তিনি বলেন, 'বর্তমানে শেখ হাসিনার সরকারের হাত ধরে দেশে এসেছে নজিরবিহীন সাফল্য। কিন্তু দিনাজপুরে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে পৌর মেয়র কোন কাজ করছে না। তিনি একটি কথাই শিখেছেন বর্তমান সরকার আমাকে কাজ করতে দেয় না। এই অজুহাত দিয়েই তিনি পৌরবাসীকে ধোঁকা দিয়ে যাচ্ছেন।'
ইকবালুর রহিম বলেন, 'দিনাজপুর পৌরবাসী বছরে ৮ থেকে ১০ কোটি টাকা ট্যাক্স দিয়ে থাকেন, এই ট্যাক্সের টাকা যায় কোথায়? ইচ্ছে করলে তিনি এই টাকা দিয়েই শহরের ময়লা, আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করে পৌরবাসীকে মুক্ত করতে পারেন। কিন্তু তিনি তা করেন না। এ কারণেই বর্তমান সরকার দিনাজপুর এলজিইডি’র মাধ্যমে শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে আড়াইশ’ কোটি টাকার প্রকল্প ইতোমধ্যে অনুমোদন দিয়েছেন, খুব শীঘ্রই তা বাস্তবায়ন করা হবে।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, র‌্যাব-১৩ দিনাজপুর কমান্ডার মো. সিদ্দিক আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুশান্ত সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি রায়হান কবীর সোহাগ। 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ৮ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসহাক চৌধুরী, ৯ নং আস্করপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়া, ১০ নং কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইব্রাহিম সরকার, সাধারণ সম্পাদক আহচান হাবিব সরকার প্রমূখ।

আগত অতিথিদের অভ্যর্থনা জানান, গ্রীণ এলপিজি অটোগ্যাস স্টেশন এন্ড কনভার্শন সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. হারিসুল ইসলাম ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসাইন। 

পরে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে জেল শিক্ষা অফিস আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ ও সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ শিক্ষক ও বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

বিকেল ৪টায় দিনাজপুর প্রেস ক্লাবের এম আব্দুর রহিম মিলনায়তনে দ্য অপটিমিস্ট কর্তৃক আয়োজিত মেধাবী ও গরীব শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন তিনি। সন্ধ্যায় শহরের নাজমা রহিম ফাউন্ডেশন মিলনায়তনে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমের সঙ্গে মতবিনিময় করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।

-ডিএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft