For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

খালেদা জিয়ার মুখে ও জিহ্বায় ঘা হয়েছে: তথ্যমন্ত্রী

Published : Monday, 15 July, 2019 at 10:21 PM Count : 554

তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আজকের ডিজিটাল বাংলাদেশ স্বপ নয় বাস্তবতা। এখন ১৫ কোটি লোকের ১৪ কোটি মোবাইল। বিদেশ থেকে স্কাইপে, ইমো, বাইভার ও মোবাইল ফোনে স্বামী বিদেশ থেকে স্ত্রীর সাথে ছবি দেখে কথা বলে, মুহুর্তেই বিকাশ, রকেটের মাধ্যমে প্রয়োজনীয় টাকা পাঠাচ্ছে। কিন্তু বিএনপি এসব চোখে দেখে না। তিনি বলেন, বিএনপি ডিজিটাল বাংলাদেশ বুঝে না, বিএনপি বুঝে ডিজিটাল চুরি। 

সোমবার বিকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার নোয়াবাজার ফুড প্যালেসের সামনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে মাস ব্যাপী আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মুজিবুল হক মুজিব এমপি। 

ড. হাসান মামুদ বলেন, এখন দিন বদল হয়েছে। তাই এখন জমির ধান কাটার লোক পাওয়া যায় না। গ্রামে বসবাসের জন্য কুঁড়ে ঘর দেখা যায় না। জসিম উদ্দিনের কবিতায়ই এখন শুধু কুঁড়ে ঘর পাওয়া যায়।  তিনি বলেন, মানুষ এখন বাসি ভাত খায় না, মানুষ এখন ছেড়া কাপড় পড়ে না। আগে বিদেশ থেকে আনা পুরাতন কাপড় আমরা কিনতাম, কিন্ত এখন ইউরোপ আমেরিকার বাজার দখল করে নিয়েছে বাংলাদেশের কাপড়। এটা সম্ভব হয়েছে শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বের কারণে। সমাবেশে প্রধান বক্তা রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেন, শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। কিন্তু জামায়াত-বিএনপি জোট সরকারের এসব সফলতা চোখে দেখে না। তারা দেশের উন্নয়ন নয়, বিএনপি-জামায়াত জোট দেশকে পিছিয়ে দিতে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। 

বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি অপপ্রচার চালাচ্ছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেগম জিয়ার মুখে জিহ্বায় ঘা হয়েছে, এটা আমাদেরও হয়, এনিয়ে খালেদা জিয়ার জীবন সঙ্কটাপন্ন বলে বিএনপি যে অভিযোগ করছে তা মিথ্যা।
তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে আমরা ক্ষমতায় আছি, জনগণ যতো দিন চাইবে আমরা ক্ষমতায় থাকবো, এর বেশী একদিনও আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। 

৭৫’র পরবর্তী প্রেক্ষাপট তুলে ধরে মন্ত্রী বলেন, স্বাধীনতার ১৫ থেকে ২০ বছরের মধ্যে উন্নত বাংলাদেশ হবে বুঝতে পেরেই দেশী-বিদেশী ষড়যন্ত্রে বঙ্গবন্ধুকে  হত্যা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগকে বিভক্ত ও ধ্বংস করার জন্য অনেক অপচেষ্টা হয়েছে। পরবর্তী সরকার গুলি মার্শাল ডেমোক্রেসীর অধীনে নিয়ন্ত্রিত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। ৮১ সালে শেখ হাসিনা দেশে আসার পর তাকে সভাপতি করে দলের কার্যকম শুরু করা হয়। 

গত ৩৮ বছরে দলের হাল ধরে রেখেছেন শেখ হাসিনা, তাকেও বার হত্যার চেষ্টার চালানো হয়।  তিনি বলেন বিএনপি এখন বিভাগীয় পর্যায়ে সমাবেশ ডেকেছে, এসব সমাবেশে তারা নিজেরাই মারামারি করে সমাবেশ পন্ড করে আওয়ামী লীগের উপর দায় চাপানোর চেষ্টা করবে। এবিষয়ে নেতাকর্মীদের সতর্ক থাকার জন্য তিনি আহবান জানান।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান আবদুস ছোবহান ভূইয়া হাসান। সমাবেশে আরও বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রথম যুগ্ম সম্পাদক মো: সাজ্জাদ হোসেন স্বপন, প্রচার সম্পাদক কামাল উদ্দিন, পৌর মেয়র মিজানুর রহমান, আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবলীগের আহবায়ক চেয়ারম্যান শাহ জালাল মজুমদার, ভিপি মাহবুবুর রহমান, খোরশেদ আলম, মোশারফ হোসেন, জিএম জাহিদ হোসেন টিপু প্রমুখ। 

এনআইডি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft