For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

লক্ষ্মীপুরে ভূয়া চিকিৎসককে দণ্ড

Published : Monday, 15 July, 2019 at 3:53 PM Count : 329

ডাক্তার না হয়েও দীর্ঘদিন ধরে রোগীদের সঙ্গে চিকিৎসার নামে প্রতারণার অভিযোগে লক্ষ্মীপুরে এক ভূয়া চিকিৎসককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. খবিরুল আহসান এ রায় দেন। পরে সোমবার সকালে তাকে কারাগারে প্রেরণ করে পুলিশ।

এর আগে সদর উপজেলার জকসিন বাজার এলাকায় মেসার্স কাজী ফার্মা নামে নিজ চেম্বারে রোগী দেখার সময় এম এ নাঈমকে হাতে নাতে আটক করে র‌্যাব-১১।

র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এম এ নাঈম ডাক্তারি সনদ ছাড়া রোগীদের বোকা বানিয়ে জকসিন এলাকায় চিকিৎসার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে। এতে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। এমন সংবাদে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব-১১। একপর্যায়ে চেম্বারের রোগীদের চিকিৎসা দেওয়া অবস্থায় তাকে হাতে নাতে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে অসংখ্য সিল ও বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের ডাক্তারি ব্যবস্থাপত্র উদ্ধার করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যজিষ্ট্রেট ও জেলা প্রশাসক কার্যালয়ের (এনডিসি) মো. খবিরুল আহসান বলেন, আটকের পর এম. এ. নাঈমের বিরুদ্ধে ভূয়া রেজিষ্ট্রেশন নম্বর ব্যবহার ও সনদ ছাড়া বিভিন্ন রোগের চিকিৎসা প্রদানের অভিযোগের সত্যতা পাওয় যায়। তাই ভ্রাম্যমাণ আদালতে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। প্রতারকদের ধরতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
২০১৭ সালে একই অভিযোগে এ ভূয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এরপরও নিজের ফার্মেসীতে চিকিৎসা দিচ্ছেন তিনি।

-আরআইকে/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft