For English Version
শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
হোম

ববিতে “বর্তমান সাহিত্য তত্ত্ব ও জীবনানন্দ দাস" শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স

Published : Wednesday, 10 July, 2019 at 10:41 PM Count : 278

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) এ প্রথমবারের মতো “বর্তমান সাহিত্য তত্ত্ব ও জীবনানন্দ দাস”  শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্স'র আয়োজন করা হয়েছে। জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের উদ্যোগে এ আয়োজনে দেশের ও দেশের বাইরের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত গবেষকবৃন্দ তাঁদের গুরুত্বপূর্ণ প্রবন্ধ পাঠ করবেন।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কেন্দ্রে এ আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল ১০টায় শুরু হওয়া কনফারেন্সে মূলবক্তা হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ গ্লোবাল সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজ-এর অধ্যাপক ড. আজফার হোসেন। 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) ড. এ কে এম মাহাবুব হাসান। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগরে অধ্যাপক ড. ফকরুল আলম, জীবনানন্দ দাস রিসার্স সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মুহাসিন উদ্দিন। 

উক্ত কনফারেন্স প্রবন্ধ উপস্থাপন করবেন কে আহমেদ আলম, কাজী আশরাফ উদ্দিন, মো. ইমরান হোসেন, মো. মারুফ হাসান, রাবিতা রহমান, মো. সাবের ই মোনতাহা, তানজিলা রহমান আসমা চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, ড.পঙ্কজ কুমার সরকার, ড.ফারজানা সিদ্দিকা, মুঞ্জু রানী দাস, শাকিলা আলম ও সঞ্জয় কুমার সরকার। দিনব্যাপী কনফারেন্সে সমাপনী বক্তব্য রাখবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালক ড. মো. রেজাউল ইসলাম (শামীম রেজা)।

আইএইচএন/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft