For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

বন্ধ রুটে আগের মতই চলছে রিকশা

Published : Sunday, 7 July, 2019 at 6:49 PM Count : 579



যানজট নিরসনে রাজধানীর তিনটি সড়কে রিকশা চলাচল নিষিদ্ধ করা হলেও প্রথম দিনে এসব সড়কে রিকশা চলতে দেখা গেছে। মিরপুর রোডের শ্যামলী থেকে শিশু মেলা, সাইন্সল্যাব থেকে নিউ মার্কেট হয়ে আজিমপুর রোডে, কাটাবন থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশা চলাচল করছে আগের মতই। অন্য দিকে রামপুরা, মালিবাগ হয়ে খিলগাঁও বাসাবো প্রধান সড়কেও রিকশা চলতে দেখে গেছে।

তবে কিছু কিছু এলাকায় শাখা সড়ক থেকে প্রধান সড়কে রিকশা উঠতে চালকদের বাধা দিচ্ছে ট্রাফিক পুলিশ।

সরজমিনে রাজধানীর শাহবাগ, কাটাবন, সাইন্সল্যাব, নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, রামপুরা, মালিবাগ, খিলগাঁও এবং বাসাবো এলাকা ঘুরে দেখা গেছে, রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত অমান্য করে আগের মত স্বাভাবিক ভাবেই চলছে রিকশা। তবে ধানমন্ডি ২৭নং, আসাদগেট, বাড্ডাসহ কিছু এলাকায় শাখা সড়ক থেকে প্রধান সড়কে রিকশা প্রবেশ করতে দেয়া হচ্ছে না।

নিষিদ্ধ সড়কে রিকশা চালানো নিয়ে জানতে চাইলে চালক রহিম মিয়া জানান, রিকশা না চালালে খাব কি? বড় সড়কে রিকশা না চালালে দুরের ভাড়া পাওয়া যায় না। গলি রাস্তা দিয়ে যে ভাড়া হয় তাতে রিকশা জমার খরচই উঠবে না।

আনিছুর নামের আরেক রিকশা চালক বলেন, ছোট রাস্তায় রিকশা চালালে ভাড়া হয় ২০টাকা। প্রতিটা এলাকায় যত রিকশা চালক আছে তাতে করে গলি রাস্তায় যাত্রী পাওয়া যাবে না। আর দুরের রাস্তায় যেতে হলে প্রধান সড়কে উঠতেই হবে। ভিতর রাস্তা দিয়ে বেশি দুরে যাওয়া যায় না।

তবে প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্তকে ভুল ভাবছেন নগরে চলাচলকারী অনেকেই। তাদের মতে বিকল্প ব্যবস্থা না করে এমন সিদ্ধান্ত ঠিক নয়।

নিয়মিত রিকশায় চলাচলকারী ব্যাংককার মিজানুর রহমান বলেন, অফিসে যাবার সময় যানবাহন পাওয়া যায় না। পেলেও যানজটের মধ্যে বসে থাকতে হয়। তখন রিকশায় একমাত্র ভরসা। রিকশা প্রধান সড়কে উঠতে না পাড়লে দুরের গন্তব্যে যাওয়া মুসকিল হবে। এতে আমরা সাধারণ যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়বো। অন্য দিকে রিকশা চালকরাও ভাড়া পাবে না।

গত ৩ জুলাই ঢাকার পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) প্রথম সভায় প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেন, কুড়িল থেকে রামপুরা, খিলগাঁও হয়ে সায়দাবাদ এবং গাবতলী থেকে আসাদগেট মিরপুর রোড হয়ে আজিমপুর ও সাইন্স ল্যাব থেকে শাহবাগ পর্যন্ত সড়কে রিকশার পাশাপাশি অন্য অবৈধ যানবাহন চলবে না।

শনিবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম বলেন, কুড়িল বিশ্বরোড থেকে মালিবাগ এবং মিরপুর রোডের গাবতলী থেকে ধানমন্ডি-২৭ নম্বর পর্যন্ত রিকশা ও ভ্যান চলাচল করতে পারবে না।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং আরও কয়েকটি সংশ্লিষ্ট সংস্থার পক্ষ থেকে জানানো হয়, গাবতলী থেকে আজিমপুর অর্থাৎ মিরপুর রোড ও সায়েন্সল্যাব থেকে শাহবাগ পর্যন্ত এবং প্রগতি সরণির কুড়িল থেকে বাড্ডা, রামপুরা, খিলগাঁও হয়ে সায়েদাবাদ পর্যন্ত সড়কে যেন কোনোভাবেই রিকশা চলাচল করতে না পারে, তার জন্য থাকবে ভ্রাম্যমাণ আদালত।

এ ছাড়া রিকশা চলাচল বন্ধ নিশ্চিত করতে মূল দায়িত্বে থাকছে ডিএমপির ট্রাফিক বিভাগ। সিদ্ধান্ত কার্যকর করার আগে এসব সড়কের আশপাশে মাইকিং এবং গণমাধ্যমে গণবিজ্ঞপ্তি প্রকাশ করে সতর্কতা জারি করা হয়।

আরইউ


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft