For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

আখাউড়ায় ভারতীয় গোয়েন্দাসহ দুইজন আটক

Published : Monday, 17 June, 2019 at 6:29 PM Count : 277

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক গোয়েন্দা সদস্যসহ আগরতলা ইমিগ্রেশন পুলিশের এক কনস্টেবলকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্ট এলাকার প্রায় আড়াইগজ ভিতর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ভারতীয় বিএসএফের গোয়েন্দা সদস্য কিষাণ লাল ও ইমিগ্রেশন পুলিশের কনস্টেবল বিশ্বজিৎ সরকার।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে আখাউড়া আন্তর্জাতিক চেকপোস্টের ইমিগ্রেশন পুলিশের কার্যালয়ের পাশ থেকে কিষাণ লাল ও বিশ্বজিৎ সরকারকে আটক করেন বিজিবির সদস্যরা। কিষাণ লাল বিএসএফের গোয়েন্দা বিভাগে কাজ করেন বলে জানা গেছে। তারা অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছেন।

তাদের বিরুদ্ধে অভিযোগ, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে আখাউড়া স্থলবন্দর এলাকায় নির্মাণাধীন ইমিগ্রেশন বিল্ডিংয়ের কাজের ছবি তুলেছিলেন বিএসএফ গোয়েন্দা। 
আটকের বিষয়টি নিশ্চিত করে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির সাংবাদিকদের জানান, বিজিবি-বিএসএফর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর আটকৃতকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

আখাউড়া বিজিবি সদর কোম্পানি কমান্ডার মো. বদর উদ্দিন বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক গোয়েন্দা সদস্যসহ আগরতলা ইমিগ্রেশন পুলিশের এক কনস্টেবল ভুল করে বাংলাদেশ চলে আসে। তবে দু' দেশের সীমান্তরক্ষীদের বৈঠকে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কারনে তাদেরকে ছেড়ে দেয়া হয়। 

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft