For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

সাংবাদিক হত্যা চেষ্টা

কুয়াকাটার পৌর মেয়রসহ ১৬ জনের নামে মামলা

Published : Wednesday, 12 June, 2019 at 4:53 PM Count : 413

নাসির উদ্দীন বিপ্লব

নাসির উদ্দীন বিপ্লব

কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি নাসির উদ্দীন বিপ্লবকে হত্যা চেষ্টার অভিযোগে কুয়াকাটা পৌর মেয়র ও লতাচাপলি ইউপি চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। 

কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত বুধবার (১২ মে) মামলাটি আমলে নিয়ে ওসি মহিপুরকে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। নাসির উদ্দীন বিপ্লব নিজে বাদি হয়ে এই মামলা করেন।  

মামলার বিবরনে জানা যায়, গত ২৭ জানুয়ারি ২০১৯ তারিখে দৈনিক যুগান্তর পত্রিকার ২য় পৃষ্ঠার ২নং কলামে ’পুলিশের কেনা কোড়াল মাছ কেড়ে নিলেন মেয়র’ শিরোনামে কুয়াকাটা পৌরসভার মেয়র আবদুল বারেক মোল্লা’র বিরুদ্ধে সংবাদ ছাপা হওয়ার পর মেয়র ওই সাংবাদিকের উপর ক্ষিপ্ত হয়। তৎপ্রেক্ষিতে গত এপ্রিল ২০১৯ এ লতাচাপলী ইউনিয়ন পরিষদের এক সভায় মেয়র তার ভাই লতাচাপলি ইউপি চেয়ারম্যান আনছার মোল্লাকে লাউড স্পিকারে সংশ্লিষ্ট সাংবাদিকের নাম উল্লেখ করে তার সাংবাদিকতার পেশা স্তব্ধ  করার হুকুম দেয়। 

পরবর্তীতে ১০ জুন রাত অনুমান ৯টার দিকে আলিপুর চৌরাস্তাস্থ দৈনিক যুগান্তর অফিস কক্ষের সামনে মেয়রের মুঠোফোনের নির্দেশনা ও হুকুমে লতাচাপলি ইউপি চেয়ারম্যানের পূর্ব পরিকল্পনায় ও উপস্থিতিতে আসামিরা সাংবাদিক বিপ্লবের অফিসের সামনে এসে তাকে অশ্লীল ভাষায় ডাক চিৎকার করতে থাকে। 
এ সময় সাংবাদিক বিপ্লব তার অফিস থেকে সামনে বের হওয়া মাত্রই বৈদ্যুতিক আলোর নিচে মেয়র ছেলে  যুবলীগ নেতা মাসুদ মোল্লা জি.আই পাইপ দিয়ে বিপ্লবের মাথা লক্ষ্য করে তাকে হত্যার উদ্দেশ্যে বাড়ি দিলে তাকে রক্ষা করতে এসে স্থানীয় জামাল নামের এক যুবকের মাথা ফেটে গুরুতর জখম হয়। মেয়র পুত্রের সহযোগী রাসেল সাংবাদিক বিপ্লবকে ব্লেডক্ষুর দ্বারা কন্ঠনালী লক্ষ্য করে  পোচ দিতে উদ্যত হলে তাকে রক্ষা করতে এসে ধারালো ব্লেডের পোচে স্থানীয় অপর যুবক শাকিলের পিঠে পড়ে গুরুতর রক্তাক্ত কাটা জখম হয়। অতঃপর ইউপি চেয়ারম্যান আনছার মোল্লার নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী সাংবাদিক বিপ্লবকে পুনঃরায় খুন, জখমের হুমকি দিয়া ঘটনাস্থল ত্যাগ করে।

কুয়াকাটা পৌর মেয়র আবদুল বারেক মোল্লা বিপ্লবের উপর হামলার ঘটনা অস্বীকার করে বলেন, ‘এটি স্থানীয় রাজনৈতিক বিরোধ। এছাড়া ১০ জুন রাতে ইউপি চেয়ারম্যান আনছার মোল্লার উপর হামলার ঘটনা ঘটেছে।’ 

মহিপুর থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের আদেশের কপি হাতে পেয়ে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এমপি/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft