For English Version
সোমবার ২৯ এপ্রিল ২০২৪
হোম

পঞ্চগড় থেকে নতুন আন্তনগর ট্রেন চালু হবে: রেলপথ মন্ত্রী

Published : Thursday, 16 May, 2019 at 10:33 PM Count : 438

রেলপথ মন্ত্রী অ্যাডভোকেট মো.নূরুল ইসলাম সুজন বলেছেন, ৭৫’র ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেওয়া হয়। শিল্প ও সংস্কৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের কথা, রাজাকার, আলবদর আর আলসামসদের কথা বেশি বেশি করে প্রচার করতে হবে। আজও বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস বিতর্কিত করতে চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে। ৭৫ পরবর্তী সরকারগুলো মুক্তিযুদ্ধর ইতিহাসকে বিকৃত করেছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ করতে হবে। তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে বাংলাদেশের মানচিত্রের ভাস্কর্য ‘বাংলাদেশ -আমার ভালোবাসা’ উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এ সময় অন্যদের মধ্যে পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, জেলা ও দায়রা জজ জালাল উদ্দিন আহাম্মদ, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুন্ডু, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল আলীম খান ওয়ারেশী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এহেতেশাম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মান্নান, পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলামসহ জেলা প্রশাসন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।

রেলপথ মন্ত্রী বলেন, নির্বাচনের আগেই প্রধানমন্ত্রী পঞ্চগড় থেকে দুটি আন্তনগর ট্রেন উদ্বোধন করেছেন। আগামী ২৫ মে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ নামে দ্রুতগামী ও আধুনিক স্বল্প বিরতির নতুন একটি আন্তনগর ট্রেন চালু হবে। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে ট্রেনটির উদ্বোধন করবেন। পঞ্চগড় রেল স্টেশনে মন্ত্রী উপস্থিত থাকবেন বলে ঘোষণা দেন।

ট্রেনটি প্রতিদিন বেলা সোয়া বারোটায় পঞ্চগড় থেকে ছেড়ে যাবে। রাত ১০টায় ঢাকায় পৌঁছাবে। রাত সোয়া বারোটায় ঢাকা থেকে ছেড়ে সকাল ১০টায় পঞ্চগড় পৌঁছাবে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর ও পাবর্তীপুরে ট্রেনটি থামবে। ঢাকা থেকে আসার পথেও এসব স্টেশনে থামবে। ওই ট্রেনেই মন্ত্রী ঢাকায় ফিরবেন।

নতুন ট্রেন চালু করে প্রধানমন্ত্রী পঞ্চগড়-ঠাকুরগাঁওবাসীকে দেয়া কথা রেখেছেন। তিনি প্রাণের দাবির প্রতি সম্মান দেখিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান মন্ত্রী।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সার্বিক পরিকল্পনা ও তত্বাবধায়নে এই ভাস্কর্যটি নির্মাণ করেন গণপূর্ত অধিদপ্তর। অনুষ্ঠানে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন স্বাগত বক্তব্য দেন। ভাস্কর্যের এক পাশে আলাদাভাবে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের লেখা ‘তোমার পতাকাবাহী’ কবিতা ও অপর পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। পরে মন্ত্রী জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।

এসআইএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft