For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে প্রস্তুত হচ্ছে রেলের ৪০ কোচ

Published : Tuesday, 14 May, 2019 at 12:49 PM Count : 499

ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনে মেরামত করা হচ্ছে ৪০টি কোচ (বগি)। এজন্য পুরোদমে কাজ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। দম নেয়ার ফুরসত নেই শ্রমিক-কর্মচারীদের। ঈদের আগেই এসব কোচ হস্তান্তর করা হবে রেলওয়ের পরিবহন বিভাগে। 

কারখানা সূত্রে জানা যায়, রাজস্ব খাত থেকে ২০ কোটি টাকা বরাদ্দ ধরে চলছে ৪০টি কোচ মেরামতের কাজ। গত ৭ মে থেকে কারখানার নিয়মিত কাজের পাশাপাশি ওই কোচগুলো মেরামত করা হচ্ছে। 

সরজমিনে দেখা যায়, ঈদে ঘরমূখো মানুষের যাত্রা নিশ্চিত করতে কর্মব্যস্ততা চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানার ক্যারেজ শপে (উপকারখানা)। আর এ শপের কার্যক্রমের সহযোগী হিসেবে কর্মব্যস্ত বগি শপ, জেনারেল ওভার হোলিং শপ, পেইন্ট শপসহ বিভিন্ন উপকারখানা। দ্রুত গতিতে চলছে কোচ মেরামত কাজ। কিন্তু কাঙ্খিত জনবল না থাকায় হিমশিম খেতে হচ্ছে শ্রমিক-কর্মচারীদের।

কারখানার ক্যারেজ শপের ইনচার্জ উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, ঈদ এলে আমাদের কাজের চাপ বেড়ে যায়। কেননা এসময় যাত্রীসেবার বিষয়টি মাথায় রেখে অতিরিক্ত কোচ মেরামতের কাজ থাকে। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতেই নিয়মিত সময়ের পর অতিরিক্ত কাজ করতে আমাদের।
ওই শপের মিস্ত্রি জহিরুল ইসলাম জহির জানান, অতিরিক্ত কাজের জন্য এবার ওভারটাইম সুবিধা দেওয়া হয়নি। ওভারটাইম পেলে আমরা আর্থিকভাবে লাভবান হতাম এবং কাজে দ্বিগুন উৎসাহ মিলতো।

রেলওয়ে সূত্র জানায়, ৬৭ শতাংশ ঘাটতি জনবল নিয়েই চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানা। ৩ হাজার ১৭১ জন জনবল থাকার কথা কিন্তু কর্মরত আছেন মাত্র ১ হাজার ২০ জন শ্রমিক-কর্মচারী। ফলে অতিরিক্ত কাজ করেও নির্ধারিত সময়ে লক্ষ্যমাত্রা অর্জনে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্টরা। এছাড়া ঈদের ৪০টি কোচ মেরামতকে বাড়তি চাপ মনে করছেন তারা।

সূত্রটি আরও জানায়, পশ্চিমাঞ্চল রেলওয়েতে ঢাকা-রাজশাহী রূটে ননস্টপ বনলতা আন্তঃনগর ও আগামী ২০ মে’র মধ্যে ঢাকা-পঞ্চগড় রুটে নতুন একটি ননস্টপ ট্রেন চালু হবে। আর এসব ট্রেন বহরে ইন্দোনেশিয়া থেকে আনা অত্যাধুনিক কোচ সংযোজন করা হয়েছে। ফলে এবার ঈদে ঘরমুখো যাত্রীদের বিড়ম্বনায় পড়তে হবে না। এছাড়া সৈয়দপুর রেল কারখানায় মেরামত করা ৪০টি কোচ ঢাকা-পার্বতীপুর ও ঢাকা-খুলনা রূটে সংযুক্ত করা হবে। 

রেলওয়ে শ্রমিকলীগ সৈয়দপুর কারখানা শাখার সাধারণ সম্পাদক মোখছেদুল মোমিন জানান, ঈদে ঘরমুখো যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণ নিশ্চিত করতে বিশাল কর্মযজ্ঞ চলছে সৈয়দপুর রেলওয়ে কারখানায়। নির্ধারিত সময়ে মেরামত কাজ শেষ করতে শ্রমিক-কর্মচারীরা নিয়মিত কাজের পর অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। জনবল সংকট থাকায় এ পরিস্থিতিতে পড়েছেন তারা।

জানতে চাইলে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) জয়দুল ইসলাম জানান, সীমাবদ্ধতা আছে, তবুও আমরা লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবো। শ্রমিক-কর্মচারী যাতে ওভারটাইম পান সে বিষয়টি দেখা হচ্ছে। কারখানার জনবল সংকট দ্রুত কেটে যাবে বলে জানান তিনি। ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের যেন অসুবিধা না হয় সেদিকে লক্ষ্য রেখেই কাজ চলছে।

এসএএস/এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft