For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আত্মীয়-স্বজনদের অবহেলা দায়ী’

Published : Monday, 13 May, 2019 at 9:47 AM Count : 423


রাজধানীর উত্তরখানের মৈনারটেক এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১০টার দিকে উত্তরখান থানা পুলিশ ওই বাড়ির ঘরের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে।

মৃতরা হলেন, মা জাহানার খাতুন মুক্তা (৪৭), ছেলে মুহিব হাসান রশ্মি (২৮) ও প্রতিবন্ধী মেয়ে তাসফিয়া সুলতানা মিম (২০)। জাহানার খাতুনের স্বামী মৃত ইকবাল হোসেন ২০১৬ সালে মারা যান। তাদের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলা জগন্নাথপুর গ্রামে।
ডিএমপি’র উত্তরখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন অবজারভার অনলাইনকে বলেন, তিন মৃতদেহ উদ্ধারের সময় ঘটনাস্থলে মোবাইল চাপা দেওয়া অবস্থায় একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে লেখা ছিল, ‘আমাদের মৃত্যুর জন্য ভাগ্য ও আমাদের আত্মীয়-স্বজনের অবহেলাই দায়ী। আমাদের মৃত্যুর পর আমাদের সম্পদ গরিবদের মাঝে বিলিয়ে দেয়া হোক। ইতি জাহানারা বেগম।’ ওই চিরকুট নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে এটা কি তারাই লিখেছেন কি না।

পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে জরুরী সেবা ৯৯৯ এর পাওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে পুলিশ ওই বাড়িতে রাত ১০টার দিকে ঘরের দরজা ভেঙ্গে মা, মেয়ে ও ছেলের মরদেহ উদ্বার করে।

ধারণা করা হচ্ছে, নিহতরা সকলে একই পরিবারের সদস্য। তারা উত্তরখানের মৈনারটেক এলাকার ওই বাড়িটিতে ভাড়া থাকতো।

পুুলিশ ও এলাকাবাসী জানায়, প্রথম রমজানে তারা ওই বাসাটি ভাড়া নিয়ে স্বপরিবারে বসবাস করে আসছিল। বাসাটি ভেতর থেকে আটকানো ছিলো। পুলিশের ধারণা, গত ২ থেকে ৩ দিন আগে এই ঘটনা ঘটে।

এদিকে, রাতে ঘটনাস্থলে থাকা উত্তরখান থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান, উত্তরখানের মৈনারটেক বাজার সংলগ্ন কালি মন্দির ও গিয়াসউদ্দিনের বাড়ি মসজিদের পাশেই একটি বাড়িতে তিনজনের কোন সাড়া পাওয়া যাচ্ছে না বলেই কল আসে। আমরা ঘটনাস্থলে এসে ঘরের দরজা ভেঙ্গে মা মেয়ে ও ছেলের মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে।

-এমআরআর/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft