For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

বিএসএমএমইউ'তে খালেদা জিয়া

Published : Monday, 1 April, 2019 at 2:37 PM Count : 344

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে। সোমবার বেলা ১২টা ২০ মিনিটে রাজধানীর পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িবহর রওনা হয়। বেলা ১২টা ৪০ মিনিটে গাড়িবহর হাসপাতালে প্রবেশ করে।

কালো রঙয়ের জিপ থেকে নামিয়ে হুইল চেয়ারে করে বিএনপি চেয়ারপারসনকে হাসপাতালের ভেতরে নেওয়া হয়। এ সময় খালেদা জিয়ার সেবিকা ফাতেমা বেগমকেও দেখা গেছে।

এ সময় মির্জা ফখরুল ইসলাম সাংবাদিকদের বলেন, 'রক্ত পরীক্ষার এক মাস পর খালেদা জিয়াকে আজ হাসপাতালে আনা হলো। তিনি এ হাসপাতালে আসতে চাচ্ছিলেন না। তার চাওয়া ছিল একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হোক। কোর্টের নির্দেশনাও তেমন ছিল। কিন্তু সরকার তার চাওয়া ও কোর্টের নির্দেশনার কোনো গুরুত্ব দেয়নি।'

খালেদা জিয়াকে জোর করে বিএসএমএমইউতে আনা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা সেটি বলতে পারব না। তবে তিনি ভীষণ অসুস্থ। তার এ মুহূর্তে সঠিক চিকিৎসা জরুরি। সরকারের কাছে দাবি- তার চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়। তার সঠিক চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতালে নেয়া হোক।'
-এমআরআর/এমএ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গাড়ি থেকে নামানো হচ্ছে।



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft