For English Version
শনিবার ২০ এপ্রিল ২০২৪
হোম

ভোটকেন্দ্রে ভোটার নেই, লাইনে দাঁড়িয়ে গরু

Published : Sunday, 31 March, 2019 at 4:41 PM Count : 560

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে রোববার (৩১মার্চ) ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৪৪টি নির্বাচনী কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে এর মধ্যে সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন ভোট কেন্দ্র সরেজমিন ঘুরে দেখা যায়, আখাউড়া উপজেলা মোগড়া ইউনিয়নের মোগড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ভেতরে ভোট গ্রহণের দায়িত্ব নিয়োজিত ব্যক্তিরা অলস বসে আছেন। 

মাঠে কোনো ভোটার নেই, যদিও দড়ি দিয়ে যে ভোটারদের লাইন চিহ্নিত করা হয়েছিল, সেই দড়িগুলোও আছে। দড়ি দিয়ে টানা লাইনে দুটি গরু দাঁড়িয়ে আছে। যে ভোটকেন্দ্রে ভোটারদের আসার কথা, সেই ভোট কেন্দ্রে গরু এল কীভাবে? 

মোগড়া উচ্চ বিদ্যালয়ে দুপুর ১২ টায় ভোটকেন্দ্রে গিয়ে কোনো ভোটারের দেখা পাওয়া যায়নি, তবে সেই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বেলা ১টায় দাবি করেছেন, ২৫ শতাংশ ভোট পড়েছে। কারা ভোট দিলেন, কখন দিলেন- এই প্রশ্নের উত্তর নির্বাচন কমিশনের জানা প্রয়োজন আছে বলে সচেতনমহল মনে করছেন।

আখাউড়া উপজেলার ৪৪টি নির্বাচনী কেন্দ্রের ১০টি ভোট কেন্দ্রের মধ্যে সকাল সোয়া ৮ টা থেকে ১ টা পর্যন্ত এসব কেন্দ্রে সরেজমিন ঘুরে শূন্য ভোট কেন্দ্রের চিত্র ধারণ করা হয়। সকাল সোয়া ৮ টার দিকে আখাউড়া শহীদস্মৃতি সরকারি কলেজ কেন্দ্রে ভোটারের উপস্থিতি পাওয়া যায়নি।  ৯ টা ৩ মিনিটে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের শূন্য ভোটার কেন্দ্র দেখা যায়। সকাল ৯ টা ২০ মিনিটে খরমপুর কল্লা শহীদ উচ্চ বিদ্যালয়ে ভোটারদের কোন উপস্থিতি চোখে পড়েনি।
এদিকে সকাল পৌনে ১০ টায় উপজেলার উত্তর ইউনিয়নের রামধনগর প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটার শূন্য ভোট কেন্দ্র দেখা গেলেও সেখানের একটি বুথে ১০৪টি ভোট পড়েছে বলে জানান, প্রিজাইডিং অফিসার। কিন্তু অন্য বুথে ৩ ঘন্টায় ২টি বা ভোটই পড়েনি এমনটা জানিয়েছেন কর্তৃব্যরত পোলিং এজেন্ট।

দূর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে ভোটারের দেখা মেলিনি। তবে শতাধিক ভোট কাষ্ট হয়েছে বলে জানিয়েছেন কর্তব্যরত প্রিজাইডিং অফিসার মো. কামাল আহম্মদ খান।

নয়াদিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে বেলা ১১ টা ২২ মিনিটের দিকে গিয়ে দেখা যায় ভোটার শূন্য কেন্দ্রে অলস সময় পার করছেন নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা- কর্মচারীবৃন্দরা।

মোগড়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা তাসনুভা জান্নাত বলেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে গ্রহণের লক্ষ্যে প্রশাসন থেকে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে। নিরপেক্ষ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে 
মোগড়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া অবস্থান ও ভোটের সব সরঞ্জাম থাকার পরও এসব কেন্দ্রে ভোট দিতে না আসায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। 

উল্লেখ, আখাউড়া উপজেলায় চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তবে আজ শুধুমাত্র ভাইস চেয়ারম্যান ( পুরুষ) পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এইচএস

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft