For English Version
বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
হোম

রাঙামাটিতে উপজেলা নির্বাচনে বিজয়ী যারা

Published : Tuesday, 19 March, 2019 at 12:20 PM Count : 783

ফাইল ছবি

ফাইল ছবি

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে রাঙামাটির ৫ উপজেলায় আ’লীগ, ৩ উপজেলায় সন্তু গ্রুপের পিসিজেএসএস ও ২ উপজেলায় জেএসএস সংস্কার প্রার্থী নির্বাচিত হয়েছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে বেসরকারি ভাবে এসব ফলাফল ঘোষণা করা হয়।
রাঙামাটি সদরে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন আ’লীগ সমর্থিত প্রার্থী শহিদুজ্জামান মহসিন রোমান (নৌকা)। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭শ ১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সমর্থিত অরুণ কান্তি চাকমা (আনারস) পেয়েছেন ১৮ হাজার ২৪ ভোট।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে দূর্গেশ্বর চাকমা (বই) ২২ হাজার ৪৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনুপম চাকমা (টিউবওয়েল) পেয়েছেন ১৮ হাজার ৭শ ৩৪ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নাসরিন আক্তার (কলস) ২১ হাজার ৬শ ২০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিতা চাকমা (প্রজাপতি) পেয়েছেন ২০ হাজার ৫৮ ভোট।

কাউখালী উপজেলায় আ’লীগ সমর্থিত প্রার্থী সামশুদ্দোহা চৌধুরী (নৌকা) পেয়েছেন ২৬ হাজার ৬শ ৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সমর্থিত  অর্জুন মণি চাকমা (আনারস) পেয়েছেন ৭ হাজার ৫০ ভোট।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে অংপ্রু মারমা (টিউবওয়েল) ১৬ হাজার ৮শ ৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মংসুউ মারমা (চাশমা) পেয়েছেন ৯শ ৯২ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে নিংবাউ মারমা (কলস) ২১ হাজার ৫শ ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃপা চাকমা এ্যানী (প্রজাপতি) পেয়েছেন ১২ হাজার ১শ ২৩ ভোট।

রাজস্থলী উপজেলায় আ’লীগ সমর্থিত প্রার্থী উবাচ মারমা (নৌকা) পেয়েছেন ৯ হাজার ৭০ ভোট।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সমর্থিত শাক্য মিত্র তঞ্চঙ্গ্যা (আনারস) পেয়েছেন ২ হাজার ৩শ ৮৮ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উচসিন মারমা (প্রজাপতি) ৮ হাজার ২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রাজু আক্তার (ফুটবল) পেয়েছেন ৩ হাজার ২শ ৩৭ ভোট।

জুরাছড়ি উপজেলায় পিসিজেএসএস সমর্থিত সুরেশ কুমার চাকমা (আনারস) ৭ হাজার ৩শ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত  রুপ কুমার চাকমা (নৌকা) পেয়েছেন ২ হাজার ২শ ৫৫ ভোট।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে রিটন চাকমার বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আলপনা চাকমা (হাঁস) ৫ হাজার ৩শ ৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (কলস) পেয়েছেন ৪ হাজার ৯ ভোট।

বিলাইছড়ি উপজেলায় চেয়ারম্যান পদে পিসিজেএসএস সন্তু গ্রুফ সমর্থিত বীরোত্তম তঞ্চঙ্গ্যা (আনারস) পেয়েছেন ৬ হাজার ৪শ ৪৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আ’লীগ সমর্থিত প্রার্থী  জয়সেন তঞ্চঙ্গ্যা (নৌকা) পেয়েছেন ৪ হাজার ৭শ ৯৮ ভোট।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে রবিন তঞ্চঙ্গ্যা (টিউবওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উৎফলা চাকমা (কলস) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

কাপ্তাই উপজেলায় চেয়ারম্যান পদে আ’লীগের সমর্থিত মফিজ আহম্মেদ (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে (চশমা) নাছির উদ্দীন ৯ হাজার ৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা (টিউবওয়েল) পেয়েছেন ৪ হাজার ৭শ ৭৭ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে উমৈচিং মারমা ৬ হাজার ৩শ ২৯ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারহানা আক্তার পেয়েছেন ৪ হাজার ৩শ ৫৬ ভোট পেয়েছেন। তবে ব্যালেট পেপারগত সমস্যা হওয়ায় একটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় মহিলা ভাইস চেয়ারম্যানের পদটির ফলাফল প্রকাশ করা হয়নি।

বাঘাইছড়ি উপজেলায় পিসিজেএসএস সংস্কার এমএন লারমা গ্রুপ (ঘোড়া) প্রতীক নিয়ে সুদর্শন চাকমা ২৪ হাজার ৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিসিজেএসএস সন্তু গ্রুপ সমর্থিত  বড় ঋষী চাকমা (আনারস) পেয়েছেন ১ হাজার ২২ ভোট পেয়েছেন।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ১৬ হাজার ১৪ ভোট পেয়ে আব্দুল কাইয়ুম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৮ হাজার ৭৭ ভোট পেয়ে সাগরিকা চাকমা বিজয়ী হয়েছেন।

লংগদু উপজেলায় আ’লীগের সমর্থিত প্রার্থী বারেক সরকার (নৌকা) বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন।

পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে মীর সিরাজুল ইসলাম ঝন্টু (নলকূপ) ৬ হাজার ৩শ ৬৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইমাম হোসেন (বৈদ্যুত্বিক বাল্ব) পেয়েছেন ১ হাজার ৭শ ৩০ ভোট।

মহিলা ভাইস-চেয়ারম্যান পদে মনোয়ারা বেগম (ফুটবল) ৮ হাজার ৬শ ৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা জিন্নাহ (পদ্মফুল) ৬ হাজার ২শ ৫৫ ভোট পেয়েছেন।

বরকল উপজেলায় পিসিজেএসএস সন্তু গ্রুপ সমর্থিত বিধান চাকমা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন। এছাড়া পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে শ্যাম রতন চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুচরিতা চাকমা বিজয়ী হয়েছেন।

নানিয়ারচর উপজেলায় চেয়ারম্যান পদে প্রগতি চাকমা, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. নুরুজ্জামান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আসমা বেগম বিজয়ী হয়।

সোমবার (১৮ মার্চ) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হয়।

-এসআইকেআই/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft