For English Version
শুক্রবার ২৯ মার্চ ২০২৪
হোম

অর্থাভাবে পড়াশুনা নিয়ে শংকিত মাফিয়ার পরিবার

Published : Wednesday, 20 February, 2019 at 11:18 AM Count : 509

মায়ের সঙ্গে মাফিয়া।

মায়ের সঙ্গে মাফিয়া।


যারা উদ্যমী ও পরিশ্রমী কোন বাধা-বিপত্তিই তাদের দমিয়ে রাখতে পারে না। তারই এক অনন্য দৃষ্টান্ত প্রতিবন্ধী মেয়ে মাফিয়া। প্রথমত সে দৃষ্টি প্রতিবন্ধী, দ্বিতীয়ত নারী। আরেকটি বড় সমস্যা তার জন্ম হত দরিদ্র এক ভ্যান চালকের পরিবারে।

মাফিয়ার জন্ম নওগাঁর রাণীনগর উপজেলার খট্টেশ্বর গ্রামে এক হতদরিদ্র ভ্যানচালক আমজাদ হোসেনের পরিবারে। দুই ভাই ও এক বোনের মধ্যে মাফিয়াই বড়। লেখাপড়া শেষ করে চাকুরি করে নিজে স্বাবলম্বী হওয়ার মধ্য দিয়ে দেশের সেবা করতে চায় মাফিয়া।
অপরদিকে তার পরিবারের স্বপ্ন তার মেয়ে উচ্চ পড়ালেখা শেষ করে একদিন বড় চাকরি করবে। আদৌ কি ভ্যানচালক পরিবারের এই স্বপ্ন পূরণ হবে? প্রতিবন্ধী মাফিয়া কি তার বিশ্ববিদ্যালয়ের পড়ালেখা শেষ করে সমাজে মাথা উচু করে দাঁড়াতে পারবে?

কিন্তু এতসব প্রতিবন্ধকতার পরও সে পড়ালেখায় সফল হয়ে সমাজে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। পড়ালেখায় ভাল ফলাফল করে এবার সে ভর্তি হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। কিন্তু অর্থের অভাবে আগামীতে পড়াশুনা চালাতে পারবে কি না তা নিয়ে আতংকিত মাফিয়া ও তার পরিবার। অদম্য মেধাবী মাফিয়া খাতুনের এই সাফল্যের গল্প এখন সবার মুখে মুখে।

পারিবারিক সূত্রে জানা যায়, ভাগ্যের নির্মম পরিহাসে জন্ম থেকেই দৃষ্টি প্রতিবন্ধী মেধাবী মাফিয়া। তাই অন্যের সাহায্য নিয়ে তাকে চলতে হয়। কিন্তু শিশুকাল থেকেই শিক্ষা জীবনে কখনও হার মানেনি সে। মা আর বাবার প্রেরণায় ও অক্লান্ত সহযোগিতায় শত বাধা আর বিপত্তিকে পেছনে ফেলে সে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ে আইন বিভাগের একজন শিক্ষার্থী। এর-ওর কাছ থেকে পাওয়া অর্থ, নিজের প্রতিবন্ধী ভাতা আর ভ্যানচালক বাবার ঘাম ঝড়ানো অর্থ দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেও বর্তমানে সেখানে থেকে পড়ালেখা চালানো নিয়ে সঙ্কায় রয়েছে মাফিয়া ও তার পরিবার। জন্ম থেকেই আর্থিক অনটন আজও মাফিয়ার পিছু ছাড়েনি। তবুও মাফিয়া আরও সামনে এগিয়ে যেতে চায় আর এর জন্য প্রয়োজন সবার সার্বিক সহযোগিতা।

প্রতিবন্ধী মাফিয়া খাতুন বলেন, সীমাহীন দুঃখ আর কষ্ট আমাকে শিক্ষা জীবন থেকে আলাদা করতে পারেনি। প্রাথমিক থেকে সিঁড়ি বেয়ে এবার পা রেখেছি উচ্চ শিক্ষার গন্ডিতে। অর্নাসে ভর্তি হয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে। কিন্তু আমি জানি না আগামী দিনগুলো আমার কিভাবে যাবে? পরিবারে রয়েছে আরও ক’জন ভাই-বোন। ভ্যানচালক বাবা তাদের চালাবে না আমাকে পড়ালেখার খরচ দেবে। মা আর কত দিন আমার জন্য মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করবে। তাই আমি সমাজের বিত্তবান মানুষদের সহযোগিতা কামনা করছি।

প্রতিবেশি আবুল কালাম বলেন, মাফিয়া অত্যন্ত মেধাবী মেয়ে। সহজে সে ভেঙ্গে পড়ে না। তা আমরা দেখে আসছি। অনেক যুদ্ধ করে মাফিয়ার বাবা-মা তাকে পড়ালেখা করিয়ে আসছে। আমরাও যতটুকু পারি মাফিয়াকে সহযোগিতা করে আসছি। তবে দেশের বিত্তবানদের এ ধরনের মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত।

মাফিয়ার মা সামেনা বিবি বলেন, আমার এই প্রতিবন্ধী মেয়ের পড়ালেখার জন্য কত জায়গায় গিয়েছি। কেউ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আবার কেউ ফিরিয়ে নিয়েছে। আমি আমার মেয়ের পড়ালেখার জন্য, তার স্বপ্ন পূরণ করার জন্য মানুষের বাড়িতে ও জমিতে কাজ করেছি। এতদিন অনেক কষ্ট করে মেয়েকে চালিয়ে নিয়েছি কিন্তু এখন আর পারছি না। মেয়ের স্বপ্ন পূরণের জন্য আমি সমাজের সবার সহযোগিতা চাই। মাফিয়ার বাবা ভ্যান চালিয়ে সংসার চালান। মেয়ের পড়ালেখার খরচ দিতে হিমশীম খাচ্ছেন তিনি।

নওগাঁ জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মাফিয়ার ভর্তির সময় আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছি। কিন্তু আমাদের সবকিছুতেই সীমাবদ্ধতা রয়েছে। তবে আগামীতে তার পড়ালেখার খরচ চালানোর জন্য দেশের বিত্তবানদের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,   [ABOUT US]     [CONTACT US]   [AD RATE]   Developed & Maintenance by i2soft